Ministry of Defence: বেঙ্গল ইঞ্জিনিয়ার গ্রুপ অ্যান্ড সেন্টার, রুরকি বিভিন্ন পদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। আগ্রহী প্রার্থীদের এই পদে আবেদনের জন্য 30 এপ্রিল শেষ তারিখ দেওয়া হয়েছে।
Ministry of Defence: কোন কোন পদে নিয়োগ ?
এই নিয়োগের আওতায় লোয়ার ডিভিশন ক্লার্কের 4টি, স্টোর কিপারের 3টি পদ, সিভিল ট্রেড ইন্সট্রাক্টরের 3টি পদ, কুকের 19টি, মাল্টি টাস্কিং স্টাফের (গার্ডেনার) 5টি, মাল্টি টাস্কিং স্টাফের (ওয়াচম্যান) 5টি পদ রয়েছে। মাল্টি টাস্কিং স্টাফের (সাফাইওয়ালা) 4টি পদে,ওয়াশারম্যানের 3টি পদে ও নাপিতের 4টি পদে নিয়োগ করা হবে।
Ministry of Defence: শিক্ষাগত যোগ্যতা
এই নিয়োগের অধীনে লোয়ার ডিভিশন ক্লার্ক ও স্টোর কিপার পদে নিয়োগের জন্য প্রার্থীদের দ্বাদশ বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। একইভাবে দশম শ্রেণি উত্তীর্ণরা অন্যান্য পদের জন্য আবেদন করতে পারেন।
Ministry of Defence Recruitment 2022: বয়স সীমা
এই পদগুলিতে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। এর বেশি বয়সের প্রার্থী কোনওভাবেই এখানে আবেদন করতে পারবেন না।
Ministry of Defence Recruitment 2022: কীভাবে হবে প্রার্থী বাছাই
এই পদগুলিতে নিয়োগের জন্য প্রার্থীদের বাছাই করা হবে লিখিত পরীক্ষা, টাইপিং ও ব্যবহারের ভিত্তিতে।
Ministry of Defence Recruitment 2022: এখানে আবেদনপত্র পাঠান
আগ্রহী প্রার্থীরা 'দ্য কমান্ড্যান্ট, বেঙ্গল ইঞ্জিনিয়ার গ্রুপ অ্যান্ড সেন্টার, রুরকি, হরিদ্বার, উত্তরাখণ্ড - 247667'-এ নির্ধারিত ফরম্যাটে তাদের আবেদনপত্র ও অন্যান্য প্রয়োজনীয় নথি পাঠিয়ে এই নিয়োগের জন্য আবেদন করতে পারেন। আগ্রহী প্রার্থীরা এই নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে পারেন।সেখানেই শিক্ষাগত যোগ্যতা ছাড়াও আরও নথির বিষয়ে বিস্তারিত লেখা রয়েছে।
আরও পড়ুন : Jobs In NHAI: মাসে বেতন ২ লক্ষ, NHAI করছে প্রচুর পদে নিয়োগ
Education Loan Information:
Calculate Education Loan EMI