NCERT Recruitment News: ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং সংক্ষেপে এনসিআরটি সংস্থা আরও একবার নিয়োগ (NCERT Recruitment 2024) করতে চলেছে এই বছর। তবে এবার রিসার্চ অ্যাসোসিয়েট নয়, অধ্যাপক, সহকারী অধ্যাপক পদে করা হবে নিয়োগ। যে সমস্ত প্রার্থী অধ্যাপনার সুযোগ খুঁজছেন, তারা এই সংস্থায় আবেদন করতে পারেন। উৎসাহী প্রার্থীরা https://ncert.nic.in/ এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন এবং এই নিয়োগের (Job News) বিষয়ে সমস্ত রকম খবর জানতে পারবেন। জেনে নিন ঠিক কতগুলি শূন্যপদ আছে এনসিআরটি সংস্থায়। কীভাবেই বা হবে প্রার্থী নির্বাচন ?


ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং সংস্থায় অধ্যাপক নিয়োগ করা হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থা। এই জন্য এই সংস্থায় মোট ১২৩টি শূন্যপদ রয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে এই সংস্থায় সহকারী অধ্যাপক, সহকারী লাইব্রেরিয়ানের পদ রয়েছে ৩২টি, সহযোগী অধ্যাপকের পদ রয়েছে ৫৮টি এবং অধ্যাপকের পদ রয়েছে ৩৩টি। মোট ১২৩ টি শূন্যপদ এনসিআরটিতে।


এনসিআরটি সংস্থায় নিয়োগের জন্য প্রার্থীদের বিশেষ যোগ্যতা থাকা দরকার। বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে এই যোগ্যতার ব্যাপারে উল্লেখ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।


এই সংস্থায় অধ্যাপক হিসেবে নিয়োগ হবে মূলত দিল্লি, আজমীর, ভোপাল, ভুবনেশ্বর, মাইসোর এবং শিলং-এ। আগামী ১৬ অগাস্টের মধ্যে আগ্রহী প্রার্থীদের আবেদন পত্র পাঠাতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই আবেদনের জন্য অসংরক্ষিত, ইডব্লিউএস এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ১০০০ টাকা আবেদনের ফি জমা করতে হবে। মহিলা প্রার্থী এবং অন্যান্য সংরক্ষিত সম্প্রদায়ের প্রার্থীদের কোনও আবেদন মূল্য দিতে হবে না। একবার ফি জমা দিয়ে দিলে তা আর ফেরতযোগ্য নয়। অনলাইনেই করতে হবে আবেদনের ফি জমা।


বেতনের কথাও বলা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে। অধ্যাপক পদে নির্বাচিত হলে প্রার্থী মাসিক ১ লাখ ৪৪ হাজার ২০০ টাকা বেতন পাবেন লেভেল ১৪ অনুসারে। সহযোগী অধ্যাপক হিসেবে বেতন পাবেন মাসিক ১ লাখ ৩১ হাজার ৪০০ টাকা লেভেল ১৩এ অনুসারে। সবশেষে লেভেল ১০ অনুসারে মাসে ৫৭ হাজার ৭০০ টাকা বেতন পাবেন সহকারী অধ্যাপক পদে নিয়োগ পেলে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: School Teacher: ক্লাসে ফোন বাজতেই ৫ ছাত্রীকে পোশাক খোলার নির্দেশ, মুহূর্তে বদলি এই শিক্ষকের


Education Loan Information:

Calculate Education Loan EMI