নয়াদিল্লি : জেইই মেনসের পরের দুই সেশনের দিনক্ষণ ঘোষণা করা হল। মঙ্গলবার সন্ধেয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক জানিয়েছেন, ২০ থেকে ২৫ জুলাইয়ের মধ্যে তৃতীয় সেশন ও ২৭ জুলাই থেকে ২ অগাস্টের মধ্যে চতুর্থ সেশন হবে। চলতি শিক্ষাবর্ষ থেকেই পডুয়াদের সুবিধার্থে চারটি সেশনে পরীক্ষা নেওয়া হয়ে থাকে। ইতিমধ্যে গত ফেব্রুয়ারিতে প্রথম ও মার্চে দ্বিতীয় সেশন হয়ে গিয়েছে। করোনা আবহের জেরে ছেদ পড়েছিল বাকি দুটি সেশনের পরীক্ষার ক্ষেত্রে। যা হওয়ার কথা ছিল এপ্রিল ও মে মাসে।
এদিন বিস্তারিতভাবে ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে জেইই মেনসের বাকি দুই সেশনের পরীক্ষার জন্য বিস্তারিত সময়সূচিও জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তাঁর অফিশিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে যা পোস্টও করেছেন। যেখানে জানানো হয়েছে, তৃতীয় সেশনের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন জমা করার সময়সীমা আজ (৬ জুলাই) থেকে ৮ জুলাই রাত ৯ টা পর্যন্ত। সেক্ষেত্রে ৮ জুলাই রাত ১১টা ৫০ পর্যন্ত পেমেন্ট জমা করার শেষ দিন। তৃতীয় সেশনে ২০ থেকে ২৫ জুলাইয়ের মধ্যে পরীক্ষার দিন পড়বে। আর ২৭ জুলাই থেকে ২ অগাস্ট হতে চলা চতুর্থ সেশনের ক্ষেত্রে অনলাইনে অ্যাপ্লিকেশন জমা করার সময়সীমা ৯ জুলাই থেকে ১২ জুলাই রাত ৯টা পর্যন্ত। সেক্ষেত্রে ১২ জুলাই রাত ১১টা ৫০ পর্যন্ত করা যাবে পেমেন্ট। এই দুই সেশনের ক্ষেত্রে অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করা যাবে ও রেজাল্ট কবে বেরোবে তা পরে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (মেইন) পোর্টালে জানিয়ে দেওয়া হবে।
পাশাপাশি জেইই মেনসে বসতে ইচ্ছুক পরীক্ষার্থীদেরকে ন্যাশনাল টেস্টিং এজেন্সির ওয়েবসাইট www.nta.ac.in ও জয়েন্ট মেইনসের ওয়েবসাইট jeemain.nta.nic.in এ নজর রাখার কথাও বলা হয়েছে। পরীক্ষার্থীদের যে কোনও রকম দ্বন্দ্ব দূর করতে দেওয়া হয়েছে একটি টোল ফ্রি নম্বর ও ইমেল আইডি ও। টোল ফ্রি নম্বরটি হল- 011-40759000 । ইমেল আইডি- jeemain@nta.ac.in.
Education Loan Information:
Calculate Education Loan EMI