NEET Paper Leak Case: ২৬ জন এমবিবিএস পড়ুয়াকে বহিষ্কার এবং ১৪ জন নতুন পড়ুয়ার ভর্তি বাতিল করল ন্যাশনাল মেডিকেল কাউন্সিল। গত বছর ন্যাশনাল এন্ট্রান্স কাম এলিজিবিলিটি টেস্ট বা নিট পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার (NEET 2024) দায়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এই পড়ুয়াদের উপর কড়া পদক্ষেপ করল ন্যাশনাল মেডিকেল কাউন্সিল। এনএমসি নির্দেশ দিয়েছে (NEET Paper Leak) যাতে গত বছরের নিট প্রশ্ন ফাঁস কাণ্ডের সঙ্গে জড়িত ২৬ জন এমবিবিএস শিক্ষার্থীকে অবিলম্বে বহিষ্কার করা হয়।
আজ নিট ২০২৫ পরীক্ষা আয়োজিত হচ্ছে সারা দেশ জুড়ে আর তার আগেই বড় সিদ্ধান্ত ঘোষণা করেছে ন্যাশনাল মেডিকেল কাউন্সিল। রবিবার নিট পরীক্ষার আগেই বড় পদক্ষেপ জারি। সংবাদসূত্র থেকে জানা গিয়েছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তদন্তে উঠে আসা তথ্য ও প্রমাণের ভিত্তিতেই ন্যাশনাল মেডিকেল কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে। এখনও এই অনুসন্ধানকারী সংস্থা নিট ইউজি ২০২৪-এর প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্ত চালাচ্ছে।
সূত্র অনুসারে এনএমসির পক্ষ থেকে একটি প্রতিবেদনে জানানো হয়েছে, 'এই নিয়ম উল্লঙ্ঘনের মাত্রা এবং চিকিৎসা শিক্ষা পরিকাঠামোকে অবমাননা করার দায়ে ন্যাশনাল মেডিকেল কাউন্সিল নির্দেশ জারি করেছে যার অধীনে অভিযুক্ত ২৬ জন এমবিবিএস শিক্ষার্থীকে অবিলম্বে বরখাস্ত করা হবে।'
৩ বছর পর্যন্ত নিষেধাজ্ঞা জারি পড়ুয়াদের উপরে
শুধু তাই নয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য আরও ১৪ জন পড়ুয়ার ভর্তি বাতিল ঘোষণা করে ন্যাশনাল মেডিকেল কাউন্সিল। জনৈক এনএমসি আধিকারিক জানিয়েছেন, এই ধরনের অসদাচরণ কেবল পরীক্ষা প্রক্রিয়ার পবিত্রতাকেই নষ্ট করেছে তা নয়, বরং চিকিৎসা শিক্ষা কাঠামোর মান ও জনসাধারণের আস্থার ভিত্তিকেও প্রশ্নের মুখে ফেলেছে। নিট পরীক্ষা পরিচালনাকারী সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই মামলাগুলিকে 'আনফেয়ার মিন' হিসেবে চিহ্নিত করেছে।
ন্যাশনাল টেস্টিং এজেন্সির ইউএফএম কমিটি মামলাগুলি বিস্তারিতভাবে যাচাই করছে। এর ফলেই ৪২ জন শিক্ষার্থীকে ৩ বছরের জন্য নিট ইউজি পরীক্ষায় বসা থেকে নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ এই শিক্ষার্থীরা ২০২৪, ২০২৫ এবং ২০২৬ সাল পর্যন্ত নিট ইউজি পরীক্ষায় অবতীর্ণ হতে পারবেন না।
এখানেই শেষ নয়, সিবিআইয়ের তদন্ত থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ৯ জন শিক্ষার্থীকে ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ২০২৫ ও ২০২৬-এর জন্য তারা পরীক্ষা দিতে পারবে না। গত বছর নিট ইউজি পরীক্ষায় অংশগ্রহণকারী ২১৫ জন প্রার্থীর বৈধতা স্থগিত রাখা হয়েছে।
গত বছর বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কোর্সে ভর্তির জন্য নিট ইউজি পরীক্ষায় অংশগ্রহণকারী ৬৭ জন পরীক্ষার্থী ৭২০-তে ৭২০ পাওয়ার পরেই বিতর্ক শুরু হয়। এই নম্বর সন্দেহ বাড়িয়ে দেয়। আর তখন থেকেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ব্যাপক বিক্ষোভ শুরু হয়।
Education Loan Information:
Calculate Education Loan EMI