নয়াদিল্লি: ২০২১ সালে নিট পরীক্ষা হবে একবার। সোমবার এই ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। তিনি জানিয়েছেন, চলতি বছর ন্যাশনাল টেস্টিং এজেন্সি একবারই পরীক্ষা নেবে।


গতকাল, সোমবার লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী লিখিত জবাবে জানান, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের আওতায় ন্যাশনাল টেস্টিং এজেন্সি স্বাস্থ্য বিভাগের বিভিন্ন ক্ষেত্রে ভর্তির জন্য নিট পরীক্ষা নেয় । ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, তারা কোনও মেমোরেন্ডাম পায়নি। বিজেপি সাংসদ লালু সিংহের প্রশ্নের জবাবে এই উত্তর দিয়েছেন শিক্ষামন্ত্রী।


উল্লেখ্য, আগামী ১ আগস্ট হবে নিট পরীক্ষা। গত শুক্রবার এই ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। বিজ্ঞপ্তি জারি করে তারা জানায়, হিন্দি, ইংরেজি ছাড়াও মোট ১১টি ভাষায় নেওয়া হবে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট তথা নিট। অফলাইনেই নেওয়া হবে এই পরীক্ষা বলে জানিয়েছে নিয়ামক সংস্থা।


বিজ্ঞপ্তিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বলেছে, এমবিবিএস, বিডিএস, বিএএমএস, বিইউএমএস, বিএইচএমএস কোর্সের জন্য ভর্তি নেওয়া হবে নিটের মাধ্যমে। পরীক্ষার সিলেবাস, যোগ্যতামান, সংরক্ষণ, আসন বিন্যাস, কোন কোন শহরে পরীক্ষা হবে, পরীক্ষার ফি সহ সব তথ্য পাওয়া যাবে ntaneet.nic.in ওয়েবসাইটে। ছাত্রছাত্রীদের nta.ac.in ও ntaneet.nic.in ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।


প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে গত বছর ১৩ সেপ্টেম্বর পরীক্ষা হয়। ফল প্রকাশ হয়েছিল ১৬ অক্টোবর ২০২০। আর এই পরীক্ষা নিয়ে দীর্ঘ জলঘোলাও হয়। মহামারীর কারণে জয়েন্ট এন্ট্রান্স ও নিট পরীক্ষা স্থগিত করার জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধানেত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক দলের নেতৃত্বরা। কংগ্রেস নেত্রী সোনিয়া গাঁধীর ডাকে ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরে, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং।


কিন্তু বিতর্কের মধ্যে করোনা আবহেই পরীক্ষা নেয় কেন্দ্রীয় সরকার। রাজ্যগুলির এই বক্তব্যে কেন্দ্র জানায় পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড তৈরি হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টও জানিয়ে দিয়েছিল, নির্ধারিত দিনেই হবে নিট এবং জয়েন্ট এন্ট্রান্স। কারণ হিসেবে দেশের শীর্ষ আদালত জানায়,  করোনার কোপেই পরীক্ষা আগে নেওয়া যায়নি। তাই নির্ধারিত দিনেই পরীক্ষা নিতে হবে। সেই অনুযায়ী গত বছর ১৩ সেপ্টেম্বর নেওয়া হয় নিট পরীক্ষা।


 


Education Loan Information:

Calculate Education Loan EMI