সৌভিক মজুমদার, কলকাতা: মামলা আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও কীভাবে ডেকে পাঠাচ্ছে সিআইডি? ভবানী ভবনে তলব নিয়ে হাইকোর্টে প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। সিআইডি-র সমন নিয়ে এখনই পদক্ষেপের প্রয়োজন নেই, মৌখিক নির্দেশে জানাল হাইকোর্ট।
আজই দুপুর ২টোয় পরবর্তী শুনানি। প্রাক্তন নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যু-সহ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ৫টি এফআইআর করা হয়। তার প্রেক্ষিতে আদালতে শুভেন্দু অধিকারীর আইনজীবীর আবেদন করেন, সেই সমস্ত এফআইআর নয় খারিজ করা হোক, না হলে সিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়া হোক। প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে সঠিক সময়ে, জানাল হাইকোর্ট।
উল্লেখ্য, প্রাক্তন নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যুর তদন্তে আজ তলব সত্ত্বেও CID-তে হাজিরা দিলেন না শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, সিআইডি-কে ই-মেল করে তিনি জানিয়েছেন, হাইকোর্টে বিচারাধীন মামলার আজ শুনানি রয়েছে, পাশাপাশি দিনভর রাজনৈতিক কর্মসূচি থাকায় আজ ভবানী ভবনে যেতে পারছেন না। সিআইডি সূত্রে খবর, ফের শুভেন্দু অধিকারীকে নোটিস পাঠানো হতে পারে।
নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীর রহস্যমৃত্যুর তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য আজ সকাল ১১টায় শুভেন্দু অধিকারীকে ভবানী ভবনে তলব করা হয়। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি একটি প্রশ্ন তালিকাও তৈরি করেছে। সকালেই ভবানী ভবনে পৌঁছে যান সিআইডি-র বিশেষ তদন্তকারী দলের সদস্যরা। পরে ই-মেল পাঠিয়ে সিআইডি দফতরে যেতে পারছেন না বলে জানান শুভেন্দু অধিকারী।
উল্লেখ্য, শুভেন্দু অধিকারীকে সিআইডি-র তলব প্রসঙ্গে কটাক্ষ করে বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ গতকালই বলেছিলেন, ' আমাদের দলে থাকলে কেস হবে, সিআইডি ডাকবে, যেমন মুকুল রায়কে ডেকেছিল। তৃণমূলের সঙ্গে হাত মেলানোর পর তাঁকে আর ডেকেছে?'
অন্যদিকে কয়লা পাচারকাণ্ডে আজই দিল্লিতে ইডি-র দফতরে হাজির হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ দিন নির্দিষ্ট সময়ের ২৫ মিনিট আগেই জামনগর হাউসে ইডি দফতরে পৌঁছে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ইডি-র মুখোমুখি হওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, যে কোনও তদন্তের মুখোমুখি হতে তিনি প্রস্তুত।সূত্রের খবর, মূলত কয়লাপাচারকাণ্ডে আর্থিক তছরুপের অভিযোগ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। সূত্রের খবর বেআইনিভাবে টাকা লেনদেন হয়েছে কিনা, টাকা বিদেশে টাকা পাচার হয়েছে কিনা, এই সমস্ত তথ্য জানতে চাওয়া হবে।
আরও পড়ুন: এলাকায় দেখাই যায় না ময়নাগুড়ির বিজেপি বিধায়ককে, অভিযোগে সরব এলাকাবাসী
আরও পড়ুন: Abhishek Banerjee Update: কয়লাকাণ্ডে ইডি-এর মুখোমুখি হতে দিল্লি গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়