NEET UG 2024 Bengal Toppers: প্রকাশিত হয়ে গিয়েছে নিট ইউজি পরীক্ষার ফলাফল। ন্যাশনাল টেস্টিং এজেন্সির অফিসিয়াল সাইটে এই  ফলাফল প্রকাশিত হয়েছে। আর সেই ফলাফলেই ফের একবার বাংলা স্থান করে নিল শীর্ষতালিকায়। বাংলার তিন প্রান্তের তিন পড়ুয়ার নাম উঠে এল নিটের শীর্ষ স্থানাধীকারীদের তালিকায়। মেডিকেলে স্নাতক স্তরে ভর্তি হওয়ার জন্য নিট পরীক্ষা নেওয়া হয়। ডাক্তারিতে ভর্তি হওয়ার জন্য এবার পরীক্ষায় বসেছিল ২৩ লক্ষেরও বেশি পড়ুয়া। তাদের মধ্যে থেকেই প্রথম স্থান অধিকার করে রাজ্যকে ফের গৌরবান্বিত করল ৩ পড়ুয়া। রূপায়ন মণ্ডল, অর্ঘ্যদীপ দত্ত ও সক্ষম  আগরওয়াল পশ্চিমবঙ্গ থেকে নিট পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে।


মুর্শিদাবাদের ছেলে রূপায়ন


মুর্শিদাবাদের নবাব বাহাদুর ইন্স্টিটিউশনের পড়ুয়া রূপায়ন মণ্ডল। এই দিন ন্যাশনাল টেস্টিং এজেন্সির প্রকাশিত টপারদের তালিকায় ৬ ক্রমিক সংখ্যায় নাম রয়েছে তাঁর। ঠিক কী কারণে তাঁর ডাক্তারি পড়ার ইচ্ছে ? সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার অনুযায়ী, কোভিড ১৯-এর প্রভাব রয়েছে এর পিছনে। করোনাকালে মানুষের দুর্দশা দেখেই বছর আঠারোর রূপায়ন সংকল্প নেয় সে চিকিৎসক হবে। আর তার জন্য ডাক্তারির পরীক্ষা দেওয়া। সত্যিকারের অধ্যাবসায় তাঁর নাম পৌঁছে দিয়েছে টপারদের শীর্ষে।


হিন্দু স্কুলের পড়ুয়া অর্ঘ্যদীপ


হিন্দু স্কুলের পড়ুয়া অর্ঘ্যদীপ দত্ত চলতি বছর উচ্চমাধ্যমিক দিয়েছে। উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও সেরা ফলাফল করেছে অর্ঘ্যদীপ। রাজ্যের মধ্যে নবম স্থান করেছিল সে। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অর্ঘ্য জানায়, তাঁর আশা ছিল নিটে এবার ভাল ফলাফল হবে। কিন্তু প্রথম হবে, এমনটা ভাবতে পারেনি হিন্দু স্কুলের পড়ুয়া। কী নিয়ে পড়তে চায় সে ? এই প্রশ্নের উত্তরে অর্ঘ্যদীপ জানায়,  দিল্লির এইমসই তাঁর লক্ষ্য। সেখানে নিউরোমেডিসিন নিয়ে পড়াশোনা করার ইচ্ছে রয়েছে অর্ঘ্যদীপের।প্রসঙ্গত, একটি বেসরকারি শিক্ষামূলক সংস্থা তাঁকে নিট পরীক্ষার প্রস্তুতি নিতে অনেকটা সাহায্য করেছে বলেও জানিয়েছে সে।


শিলিগুড়ি সক্ষম


দক্ষিণবঙ্গ ও মধ্য়ভাগের পর উত্তরবঙ্গে শিলিগুড়ি থেকে আরেকজন রাজ্যের নাম উজ্জ্বল করেছে নিট পরীক্ষায়। নির্মাণ বিদ্যা জ্যোতি স্কুলের সক্ষম আগরওয়াল সেই নাম। ডাক্তারির দিকে আসার পিছনে সক্ষমের অনুপ্রেরণা অবশ্য তাঁর বাবা। টপার সক্ষমের কথায়, তাঁর বাবা একজন চিকিৎসক। ছোট থেকে তাঁকে দেখেই এই পেশাটি বেছে নিতে চায় সে।


আরও পড়ুন - SSC MTS Notice Date: মিটল ভোটপর্ব, খুব শিগগিরই SSC MTS-র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ?


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


Education Loan Information:

Calculate Education Loan EMI