কলকাতা: ডাক্তারির অভিন্ন প্রবেশিকা নিটে (NEET UG 2024 Result), এবার পুরো নম্বর পেয়ে, প্রথম স্থানে ৬৭ জন। পুরো নম্বরের থেকে মাত্র এক নম্বর কম পেয়ে জায়গা হয়েছে ৬৮তম স্থানে। প্রথম স্থানে থাকা ৬৭ জনের মধ্য়ে তিনজন পশ্চিমবঙ্গের। কীভাবে এল এই সাফল্য? কীভাবে নিয়েছিলেন প্রস্তুতি?
কেন চিকিৎসক হতে চান?
প্রথম স্থানে থাকা ৬৭ জনের মধ্য়ে ৩ জন বাংলার। এর মধ্য়ে রয়েছেন হিন্দু স্কুলের পড়ুয়া অর্ঘ্য়দীপ দত্ত। চিংড়িহাটার কাছে সুকান্তনগরের বাসিন্দা অর্ঘ্য়দীপ, উচ্চমাধ্য়মিকেও সারা রাজ্য়ে, প্রথম দশের মধ্য়ে ছিলেন। বাবা ইঞ্জিনিয়ার। তবে ছেলের স্বপ্ন ছিল ডাক্তার হওয়া। প্রবেশিকায় প্রথম স্থানাধিকারী অর্ঘ্য়দীপ নয়াদিল্লির এইমসে পড়তে চান। ভবিষ্য়তে চিকিৎসাবিজ্ঞানে গবেষণারও ইচ্ছে আছে। অর্ঘ্য়দীপ দত্ত বলেন, "পরিবারে কোনও চিকিৎসক নেই। সেই জায়গা থেকেই ডাক্তার হওয়ার ইচ্ছে হয়। স্কুল থেকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। সেই সময় বিভিন্ন চিকিৎসকদের সঙ্গে আলোচনা করার সুযোগ হয়। মেডিক্যালের ক্ষেত্রে রিসার্চ করার সুযোগটাও বড়। জনস্বাস্থ্যের প্রসারের বিষয়ে আরও বেশি কাজের সুযোগ আছে।''
সমাজের পাশে দাঁড়ানোর উদ্যোগ:
বাংলা থেকে এবার ১ লক্ষ ২ হাজার ৫৫৭ জন এবার NEET দিয়েছিলেন। তার মধ্য়ে ৫৯ হাজার ৫৩ জন উত্তীর্ণ হয়েছেন। পুরো নম্বর পেয়ে NEET-এ প্রথম হয়েছেন মুর্শিদাবাদের নবাব বাহাদুর ইনস্টিটিউশনের পড়ুয়া রূপায়ণ মণ্ডল। রূপায়ণের মা-বাবা দু'জনই শিক্ষক। করোনার সময় মানুষের প্রাণ বাঁচাতে, চিকিৎসকদের লড়াই রূপায়ণকে উদ্বুদ্ধ করেছিল। এবার গবেষণা করে তিনিও সমাজে এরকমই কিছু অবদান রাখতে চান। রূপায়ণ মণ্ডলের কথায়, "ছোট থেকেই সমাজের জন্য কিছু করার ইচ্ছে ছিল। ইচ্ছে ছিল রিসার্চার হব। চিকিৎসকের মাধ্যমে সরাসরিভাবে সেটা করা সম্ভব। পাশাপাশি গবেষণার সুযোগও আছে।''
এছাড়াও প্রথম স্থানাধিকারীদের মধ্যে বাংলা থেকে রয়েছে আরও এক পড়ুয়া। শিলিগুড়ির নির্মাণ বিদ্য়া জ্য়োতি স্কুলের পড়ুয়া সক্ষম আগরওয়ালও NEET-এ প্রথম স্থানে রয়েছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: WBJEE Result: খুঁটিয়ে পড়তে পাঠ্য বই, সঙ্গে হাতিয়ার কঠোর পরিশ্রম, টিপস দিলেন জয়েন্টের কৃতীরা
Education Loan Information:
Calculate Education Loan EMI