NEET UG Counselling: মেডিক্যাল কাউন্সেলিং কমিটি অর্থাৎ এমসিসি NEET UG 2023- এর কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশন শুরু করেছে ২০ জুলাই। যেসব প্রার্থী NEET UG পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাঁরা কাউন্সেলিংয়ের মাধ্যমে MBBS, BDS কোর্সের জন্য আবেদন করতে পারবেন বা ভর্তি হতে পারবেন। MCC- এর অফিশিয়াল ওয়েবসাইট mcc.nic.in - এখানে গিয়ে আবেদন জমা দেওয়া যাবে। রাউন্ড ১- এর জন্য আবেদন করার শেষদিন আগামী ২৫ জুলাই। অর্থাৎ রেজিস্ট্রেশনের মাধ্যমে নিজেদের পছন্দের স্ট্রিম এবং কলেজ বেছে নিতে পারবেন প্রার্থীরা। ২২ থেকে ২৬ জুলাইয়ের মধ্যে এই কাজ চলবে। এরপর ২৭ এবং ২৮ জুলাই মক সিট অ্যালটমেন্ট প্রসেসিং অর্থাৎ সিট বাছাই প্রক্রিয়া চলবে। রাউন্ড ১ - এর সিট অ্যালটমেন্ট রেজাল্ট প্রকাশ হবে ২৯ জুলাই। অর্থাৎ ২২ থেকে ২৬ জুলাই প্রার্থীরা পছন্দমতো স্ট্রিম এবং কলেজ বেছে নেবেন। ২৭ এবং ২৮ জুলাই চলবে মক সিট অ্যালোকেশন। আর ২৯ জুলাই প্রকাশিত হবে চূড়ান্ত ফল।

  


NEET UG 2023 কাউন্সেলিং এবং রেজিস্ট্রেশন টাইমলাইন



  • ২০ জুলাই শুরু হয়েছে রেজিস্ট্রেশন

  • ২৫ জুলাই দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে রেজিস্ট্রেশন উইন্ডো

  • ২২ থেকে ২৬ জুলাইয়ের মধ্যে পছন্দের কলেজ এবং কোর্স বেছে নিতে পারবেন সফল হওয়া প্রার্থীরা

  • ২৭ জুলাই হবে মক সিট অ্যালোকেশন প্রসেস, প্রার্থীদের সুবিধার্থে

  • প্রার্থীরা কিছু পরিবর্তন করতে চাইলে সুযোগ পাবেন ২৮ জুলাই

  • রাউন্ড ১ - এর সিট অ্যালটমেন্ট রেজাল্ট প্রকাশ হবে ২৯ জুলাই  



কিছু গুরুত্বপূর্ণ তথ্য



  • MCC পোর্টালে ৩০ জুলাইয়ের মধ্যে প্রার্থীদের সমস্ত ডকুমেন্ট জমা দিতে হবে

  • ৩১ জুলাই থেকে ৪ অগস্টের মধ্যে প্রার্থীরা যে কলেজ বা প্রতিষ্ঠানে সুযোগ পাবেন সেখানে রিপোর্টিং বা জয়েনিং হবে

  • প্রার্থীরা যা ডকুমেন্ট দিচ্ছেন তা যাচাই করে দেখা হবে ৫ এবং জুলাই

  • যে কলেজ বা প্রতিষ্ঠানে প্রার্থীরা যুক্ত হবেন তাদের কর্তৃপক্ষ ডকুমেন্ট খতিয়ে দেখবে


রেজিস্ট্রেশনের জন্য কীভাবে অনলাইনে আবেদন জানাবেন



  • প্রথমে মেডিক্যাল কাউন্সেলিং কমিটির অফিশিয়াল ওয়েবসাইট mcc.nic.in এখানে যেতে হবে 

  • হোম পেজেই থাকবে NEET UG 2023 Counselling - এর লিঙ্ক, সেখানে ক্লিক করতে হবে

  • নিজেকে রেজিস্টার করে অ্যাকাউন্টে লগ-ইন করতে হবে

  • রেজিস্টার হয়ে গেলে অ্যাপ্লিকেশন ফর্ম ফিলআপ করুন এবং অ্যাপ্লিকেশন ফি জমা দিন

  • এবার সাবমিট অপশনে ক্লিক করে পেজ ডাউনলোড করে নিতে হবে

  • সুবিধার জন্য নিজের কাছে ডাউনলোড করে রেখে দিন একটি হার্ড কপি 


আরও পড়ুন- আচমকাই চলে গিয়েছিল দৃষ্টিশক্তি, বন্ধ হয়েছিল পড়াশোনা! অনুপ্রেরণার আরেক নাম IAS কেম্পা হোনাইয়া


Education Loan Information:

Calculate Education Loan EMI