NEET Exam Updates: সারা দেশ জুড়ে এখন নিট ইউজি বিতর্কের ঝড়। নতুন করে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে পরীক্ষার্থীদের একাংশের তরফে। সম্প্রতি ন্যাশনাল টেস্টিং এজেন্সির অধিকর্তারা এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, পরীক্ষায় (NEET UG Results Controversy) কোনও অনিয়ম হয়নি। তবে নিট ইউজির ফলাফল বাতিল ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের বিষয়ে তদন্ত জারি রয়েছে। এই মর্মে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করা হয়েছিল, সেই মামলার শুনানি হবে আজ।


আজ শুনানি হবে নিট ইউজি মামলার 


সুপ্রিম কোর্টে দায়ের করা পিটিশনে নিট পরীক্ষার (NEET UG Results Controversy) জালিয়াতির বিষয়ে SIT গঠনের দাবি জানানো হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা বাতিল ও কাউন্সেলিং নিষিদ্ধ ঘোষণার দাবি জানানো হয়েছে পিটিশনে। বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার ভ্যাকেশন বেঞ্চ এই মামলার শুনানি করবেন আজ।


নিট ইউজিকে ঘিরে হাজারও বিতর্ক


এর আগে ১৭ মে সুপ্রিম কোর্ট নিট ইউজির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবির বিষয়ে একটি নোটিশ জারি করেছিল। সেই সময় সুপ্রিম কোর্ট (NEET UG Results Controversy) পরীক্ষার ফলাফল বাতিল করতে অস্বীকার করে। আর তারপর নিট ইউজি ২০২৪-এর ফলাফল প্রকাশ পেতেই পরীক্ষার্থীদের তরফে পিটিশন দায়ের করা হয়। এই পিটিশনে স্পষ্টই বলা হয়েছে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি যেভাবে পরীক্ষার্থীদের গ্রেস নম্বর দিয়েছে এবং অনৈতিকভাবে পরীক্ষার্থীদের সুযোগ করে দিয়েছে তা একেবারেই গর্হিত কর্ম। পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র দিতে দেরি হওয়ার কারণে নাকি কোনও কোনও পরীক্ষার্থীকে গ্রেস নম্বর দেওয়া হয়েছে। আর এই পদ্ধতির বিরোধিতা করা হয়েছে পিটিশনে এবং সেই কারণে এই পরীক্ষার ফলাফল বাতিল এবং নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি জানানো হয়েছে। ৭২০ নম্বরের মধ্যে বহু ছাত্র-ছাত্রী ৭১৮-৭১৯ নম্বর পেয়েছেন এবারের পরীক্ষায় যা যুক্তিসঙ্গত নয় একেবারেই।


SIT তদন্তের দাবি


নিট ইউজি ২০২৪-কে ঘিরে হাজারও প্রশ্ন, অনিয়মের অভিযোগ। একইসঙ্গে ৬৭ জন পরীক্ষার্থী কীভাবে ৭২০ নম্বর পেলেন ? তাদের মধ্যে ৬ জন পরীক্ষার্থী আবার একই কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন। পিটিশনে দাবি জানানো হয়েছে যে এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সমস্ত কাউন্সেলিং নিষিদ্ধ করার জন্য। একইসঙ্গে নিট ইউজি বিতর্কে তদন্ত করার জন্য SIT গঠনের দাবিও জানানো হয়েছে।


আরও পড়ুন: Success Story: মডেলিং ছেড়ে সিভিল সার্ভিসে ! তিনবার ব্যর্থ হয়েও কীভাবে সফল IAS তাসকিন ?


Education Loan Information:

Calculate Education Loan EMI