NSOU Recruitment: অধ্যাপনা করতে চান ? বিশ্ববিদ্যালয়ে বা কলেজে পড়াতে চান ? তাহলে আপনার জন্য সুযোগ। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে পূর্ণ সময়ের জন্য অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় সংক্ষেপে NSOU। তবে আবেদনপত্র পাঠানর দরকার নেই এই জন্য, কেবলমাত্র আগ্রহী প্রার্থীদের উপস্থিত থাকতে হবে ইন্টারভিউর দিনে, নির্ধারিত স্থানে। কোন বিভাগে নিয়োগ হবে ? কতগুলি শূন্যপদ ? ইন্টারভিউর তারিখই বা কবে ? জেনে নিন বিস্তারিত।
কোন বিভাগে নিয়োগ
মূলত নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সদর দফতরে ও আঞ্চলিক ক্যাম্পাসে হবে এই নিয়োগ। দুটি বিভাগে নিয়োগ হবে অধ্যাপক। অর্থনীতি এবং ইংরেজি ভাষাতত্ত্ব ও সাহিত্য বিভাগে নেওয়া হবে পূর্ণ সময়ের অধ্যাপক। NSOU-র স্কুল অফ প্রফেশনাল স্টাডিজে চুক্তির ভিত্তিতে অধ্যাপক নেওয়া হবে অর্থনীতি বিভাগে। একইসঙ্গে ইংরেজি ভাষাতত্ত্ব এবং সাহিত্য বিভাগে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের সুপারিশে হবে অধ্যাপক নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা
UGC-র নির্দেশিকা মেনে ইংলিশ ল্যাঙ্গোয়েজ টিচিং বিষয়ে পড়ানোর জন্য অবসরপ্রাপ্ত অধ্যাপক, অ্যাসোসিয়েট প্রফেসর, কোনও সরকারি কলেজ বা সরকারি অনুমোদনপ্রাপ্ত কলেজে বা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যদিকে অর্থনীতি বিষয়ে অধ্যাপনা করার জন্য অর্থনীতিতে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে, পিএইচডি ডিগ্রি থাকতে হবে এবং ন্যূনতম ৫টি প্রকাশিত প্রবন্ধ বা বই থাকতে হবে। SLM বিষয়ে লেখালিখি করার দক্ষতা ও অভিজ্ঞতা থাকলে প্রার্থীকে প্রাধান্য দেওয়া হবে।
বয়সসীমা
২০২৪ সালের ১ জানুয়ারি তারিখে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৬৮ বছরের মধ্যে।
বেতন
এই পদে নির্বাচিত প্রার্থীরা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের নিযুক্ত অন্যান্য অধ্যাপকদের বেতনকাঠামো অনুসারেই বেতন পাবেন।
ওয়াক ইন ইন্টারভিউ
নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ও অর্থনীতি বিষয়ে অধ্যাপনা করার জন্য ১ এপ্রিল আগ্রহী প্রার্থীকে উপস্থিত হতে হবে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সদর দফতরে। ডিডি ২৬, সল্টলেক সিটি, সেক্টর ১ ঠিকানায় তৃতীয় তলায় এসে উপস্থিত হতে হবে প্রার্থীকে। ইন্টারভিউর সময় নির্ধারিত হয়েছে দুপুর ১২.৩০ টা। প্রার্থীদের অবশ্যই দুপুর ১২টার মধ্যেই নির্ধারিত জায়গায় উপস্থিত থাকতে বলা হয়েছে।
কী কী সঙ্গে রাখতে হবে
ইন্টারভিউর সময় প্রার্থীর সঙ্গে থাকতে হবে নিজের সিভি, অবসরের প্রমাণপত্র এবং শেষ বেতনের প্রমাণ। ইন্টারভিউ দিতে আসার জন্য প্রার্থীকে কোনও টিএ বা ডিএ দেওয়া হবে না। এই নিয়োগের বিষয়ে বিশ্ববিদ্যালয় যে কোনও মুহূর্তে পদের বদল বা নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে দেওয়া বা নিয়োগ না করার সিদ্ধান্ত নিতে পারে কোনও জবাবদিহি ছাড়াই।
বিস্তারিত জানতে নজর রাখতে হবে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে।
Education Loan Information:
Calculate Education Loan EMI