শিলিগুড়ি: রাজ্যে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (North Bengal Medical College & Hospital) নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। মেডিক্যাল অফিসার (Medical Officer) ছাড়াও একাধিক পদে নিয়োগ করবে হাসপাতাল কর্তৃপক্ষ। ২২ সেপ্টেম্বরের মধ্যে করতে হবে আবেদন।


North Bengal Medical College & Hospital Recruitment 2021
রাজ্যে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল দার্জিলিংয়ে ৬টি মেডিক্যাল পদে নিয়োগ করবে রাজ্য সরকার। মেডিক্যাল অফিসার(Medical Officer), মেডিক্যাল টেকনোলজিস্ট(ল্যাব)Medical Technologist(Lab), স্টাফ নার্স(Staff Nurse) পদে চাকরিপ্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে।


কোন পদে কত নিয়োগ 
মেডিক্যাল অফিসার- ৩টে পোস্ট
শিক্ষাগত যোগ্যতা-MBBS 


মেডিক্যাল টেকনোলজিস্ট(ল্যাব)- ১টা পোস্ট
শিক্ষাগত যোগ্যতা- ডিপ্লোমা/ব্যাচেলর ডিগ্রি ইন মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি। 


স্টাফ নার্স - ২টি পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা- বিএসসি (B.Sc) নার্সিং GNM অথবা ANM degree/Diploma। চাকরিপ্রার্থী যেন ওয়েস্টবেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্টার্ড হন। কমপক্ষে নার্সিংয়ে যেন তাঁর তিন বছরের অভিজ্ঞতা থাকে।


বয়স সীমা- এইসব পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স যেন ২১-৬০ বছরের মধ্যে হয়। চাকরির বিষয়ে বিশদে জানতে আবেদনকারীকে রাজ্যের স্বাস্থ্য দফতরের অফিশিয়াল ওয়েবসাইট https://www.wbhealth.gov.in-এ যোগাযোগ করতে হবে।


কীভাবে আবেদন করবেন ?
চাকরিপ্রার্থীদের উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা, বয়স ছাড়াও কাস্ট সার্টিফিকেটের প্রামাণ্য নথি নিয়ে আবেদনপত্র Nodal Officer, ART Centre, Office of the Principal, North Bengal Medical College & Hospital, Sushrutanagar, Darjeeling, Pin-734012-তে পাঠাতে হবে। আগামী ২২ সেপ্টম্বরের 
মধ্যে করতে হবে এই কাজ। 


Official website of North Bengal Medical College & Hospital — https://www.wbhealth.gov.in 


আরও পড়ুন : Railway Recruitment 2021: প্রচুর পদে নিয়োগ করছে রেল, ১০ অক্টোবরের মধ্যে করতে হবে আবেদন


আরও পড়ুন : BHEL Recruitment 2021 : কলকাতায় ভারত ইলেকট্রিক্যালসে চাকরির সুযোগ, এই যোগ্যতা থাকলেই করুন আবেদন


Education Loan Information:

Calculate Education Loan EMI