কলকাতা: একাধিক শূন্যপদে নিয়োগ শুরু করেছে ন্যাশনাল পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া তথা NPCIL। ডেপুটি চিফ অফিসার ছাড়াও বহু পদে নিয়োগ করছে তারা। ২০ এপ্রিল পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। আবেদনের জন্য যোগ্যতা কী? জেনে নিন বিস্তারিত।
মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, সিভিল ডিসিপ্লিনে টেকনিক্যাল অফিসার চাইছে ন্যাশনাল পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCIL)। পাশাপাশি ডেপুটি চিফ অফিসার ,মেডিক্যাল অফিসার ও স্টেশন অফিসার পদে নিয়োগ করছে সংস্থা। ইতিমধ্যেই সংস্থার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে অফিসিয়াল সাইটে। ২০ এপ্রিলের মধ্যে এই পদগুলিতে আবেদন করা যেতে পারে।
NPCIL-এ কোন কোন পদে নিয়োগ?
৫০ জন টেকনিক্যাল অফিসার পদে নিয়োগ করবে সংস্থা। যার মধ্যে ২৮ জন মেকানিক্যাল ১০ জন ইলেক্ট্রিক্যাল ও ১২ জন সিভিল ডিপার্টমেন্টে নেওয়া হবে। এ ছাড়াও ডেপুটি চিফ অফিসার পদে তিনজনকে নেওয়া হবে। ৪ জনকে নিয়োগ করা হবে স্টেশন অফিসার পদে। বাকি ৮জন স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার ছাড়াও ৭ জন সাধারণ মেডিক্যাল অফিসার নিয়োগ করবে তারা।
আবেদনের বয়সসীমা
ন্যাশনাল পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়ায় চাকরির আবদন করতে প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। কোনওভাবেই আবেদনের শেষ তারিখের মধ্যে আবেদনকারীর বয়স ৪০ পার হলে চলবে না। তবে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত আসনের ক্ষেত্রে কিছু ছাড় বা বয়সের
সীমা শিথিল করা হতে পারে।
আবেদনের শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীর যে পদে আবেদন করছেন, সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক হওয়াটা বাধ্যতামূলক। ন্যাশনাল পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়ায় চাকরির আবেদন করতে গেলে প্রার্থীকে অবশ্যই কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে। সঙ্গে ৬০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক।
ডেপুটি চিফ ফায়ার অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীকে উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় বিজ্ঞানের সঙ্গে রসায়ন থাকাটা আবশ্যিক। পাশাপাশি তাঁর উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর থাকতেই হবে। মেডিক্যাল অফিসার পদে চাকরির জন্য ব্যক্তির এমডি, এমএস, এমবিবিএস, জি ডিপ্লোমা ও ডিআরএম- সমতুল্য যোগ্যতা থাকতে হবে। কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকেই ডিগ্রি থাকতে হবে আবেদনকারীদের। এছাড়াও মেডিক্যাল ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা থাকাটা বাধ্যতামূলক।
বেতন কাঠামো
টেকনিক্যাল পদে নিযুক্ত ব্যক্তি মাসে ৭৯,২০৯ টাকা বেতন পাবেন। ৫৫,৬৯২ টাকা বেতন দেওয়া হবে ডেপুটি চিফ অফিসারদের। স্টেশন অফিসাররা পাবেন ৬৫,৬৩৭ টাকা। স্পেশাল মেডিক্যাল অফিসারদের বেতন হবে ৯৫,০৫১ টাকা।
Education Loan Information:
Calculate Education Loan EMI