CUET UG 2025 Result: স্নাতকস্তরে CUET-র রেজাল্ট প্রকাশ, কীভাবে দেখবেন ফল?

ABP Ananda   |  04 Jul 2025 08:28 PM (IST)

Education News: গত ১৭ জুন প্রকাশিত হয় অ্যান্সার কি। পরীক্ষার্থীদের কোনও আপত্তি থাকলে তা জানানোর সুযোগ ছিল ২০ পর্যন্ত। 

ফাইল ছবি

কলকাতা: প্রকাশিত হল কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম বা CUET-র ফল। ন্যাশনাল টেস্টিং এজেন্সি X হ্যান্ডেলে পোস্ট করে রেজাল্ট প্রকাশের খবর জানিয়েছে। cuet.nta.nic.in- এই ঠিকানায় গিয়ে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। 

গত ১৩ মে থেকে ৩ জুন পর্যন্ত এই পরীক্ষা নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ১৩ মে থেকে ১৬ মে পর্যন্ত যাঁরা সমস্যার সম্মুখীন হয়েছিলেন, তাঁদের জন্য ২ জুন থেকে ৪ জুন পর্যন্ত পুনরায় পরীক্ষাও নেওয়া হয়। গত ১৭ জুন প্রকাশিত হয় অ্যান্সার কি। পরীক্ষার্থীদের কোনও আপত্তি থাকলে তা জানানোর সুযোগ ছিল ২০ পর্যন্ত। 

কীভাবে দেখবেন ফল? 

  • cuet.nta.nic.in সাইটে যান 
  • হোমপেজে “CUET UG Result 2025” লিঙ্কে ক্লিক করুন
  • লগ ইন সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন অ্যাপ্লিকেশন নম্বর, জন্ম তারিখ, ইত্যাদি লিখতে হবে 
  • ফলাফল দেখতে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট অপশনে ক্লিক করুন
  • ভবিষ্যতের জন্য একটি কপি ডাউনলোড করুন এবং প্রিন্ট করুন

CUET UG 2025 হিন্দি, ইংরেজি, তামিল, তেলেগু, মারাঠি, গুজরাটি, মালায়ালাম, ওড়িয়া, উর্দু, অসমীয়া, কন্নড়, পাঞ্জাবি এবং বাংলা সহ ১৩টি ভাষায় নেওয়া হয়। CUET-র মেধাতালিকা প্রকাশের পরিবর্তে যাঁরা পাঁচটি বিষয়ে সবথেকে বেশি নম্বর পেয়েছে তাঁদের আবেদনের নম্বর প্রকাশ করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ১৭ জন পরীক্ষার্থী তাঁদের নির্বাচিত বিষয়ে ১০০ পার্সেন্টাইল পেয়েছেন। ১৫০ জন পরীক্ষার্থী দুটো বিষয়ে ১০০ পার্সেন্টাইল পেয়েছেন। ২ হাজার ৬৭৯ জন ছাত্র একটি বিষয়ে একই নম্বর পেয়েছেন। 

 


Education Loan Information:

Calculate Education Loan EMI
Published at: 04 Jul 2025 08:28 PM (IST)
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.