কলকাতা: রাজ্যের খাদ্য ও সরবরাহ (West Bengal Department of Food and Supplies)দফতরে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সফটওয়্যার ডেভেলপার, টেকনিক্যাল সাপোর্ট ছাড়াও সব মলিয়ে ৩৫টি পদে নিয়োগ করবে রাজ্য সরকার। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীকে।

West Bengal Department of Food and Supplies Recruitment 2021সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, সফটওয়্যার ডেভেলপার, টেকনিক্যাল সাপোর্ট পার্সোনেল,প্রোজেক্ট ম্যানেজার পদে নিয়োগ করবে রাজ্য সরকার। ১২ মাসের চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ।তবে পরবর্তীকালে কাজের সুযোগ ও নিযুক্তের পারফরম্যান্সের ভিত্তিতে কাজের মেয়াদ বাড়াতে পারে কর্তৃপক্ষ। এই বিষয়ে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের West Bengal Department of Food and Supplies-এর অফিশিয়াল ওয়েবসাইট https://food.wb.gov.in-এ গিয়ে কাজ সম্পর্কে বিস্তারিত জনাতে হবে।   

WB Food & Supplies Recruitment 2021: কত পদ, শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা

সিনিয়র সফটওয়্যার ডেভেলপার-৩টি পদশিক্ষাগত যোগ্যতা-এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে MCA অথবা B.E/ B.Tech/ M.Sc in IT/Computer Science-এ ডিগ্রি থাকতে হবে। সঙ্গে এই ফিল্ডে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীর।বয়স সীমা- ১৮-৪০ বছর

ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর-১টি পদশিক্ষাগত যোগ্যতা- ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে MCA অথবা B.E/ B.Tech/ M.Sc in IT/Computer Science-এ ডিগ্রি থাকতে হবে। সঙ্গে এই ফিল্ডে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীর।বয়স সীমা-১৮-৪০ বছর

সফটওয়্যার ডেভেলপার-২টি পদশিক্ষাগত যোগ্যতা-এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে MCA অথবা B.E/ B.Tech/ M.Sc in IT/Computer Science-এ ডিগ্রি থাকতে হবে। তবে এক্ষেত্রে আলাদা করে অভিজ্ঞতার কথা বলা হয়নি।বয়স সীমা-১৮-৪০ বছর

টেকনিক্যাল সাপোর্ট পার্সোনেল-২৮টি পদশিক্ষাগত যোগ্যতা-এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে MCA অথবা B.E/ B.Tech/ M.Sc in IT/Computer Science-এ ডিগ্রি থাকতে হবে। সঙ্গে আবেদনকারীর এই ফিল্ডে ৬বছরের অভিজ্ঞতা থাকতে হবে।বয়স সীমা-১৮-৪০ বছর

প্রোজেক্ট ম্যানেজার-০১টি পদশিক্ষাগত যোগ্যতা-এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে MCA অথবা B.E/ B.Tech/ M.Sc in IT/Computer Science-এ ডিগ্রি থাকতে হবে।পাশাপাশি ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীর।বয়স সীমা-১৮-৪৫ বছর

কীভাবে হবে প্রার্থী বাছাই ?(West Bengal Department of Food and Supplies Recruitment 2021)চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ওপর নির্ভর করে হবে পরীক্ষা। লাইভ কোডিং ও পার্সোনালিটি টেস্টের পরই নেওয়া হবে চাকরিপ্রার্থীদের। পরীক্ষা ও ইন্টারভিউয়ের তারিখ আলাদা করে জানিয়ে দেওয়া হবে https://food.wb.gov.in সাইটে। এই বিষয়ে নজর রাখতে হবে আবেদনকারীদের। আবেদনের বিষয়েও চাকরিপ্রার্থীদের এই সাইটেই বিস্তারিত জেনে অ্যাপলিকেশন ফর্ম ভরতে হবে।

আরও পড়ুন: UPSC Recruitment 2021: ২৩পদে চাকরির সুযোগ, বিজ্ঞপ্তি জারি করল UPSC

আরও পড়ুন: ASC Recruitment 2021: প্রতিরক্ষা মন্ত্রকের ASC সেন্টারে প্রচুর কাজের সুযোগ, এই যোগ্যতা থাকলেই করুন আবেদন


Education Loan Information:

Calculate Education Loan EMI