Jobs And Recruitments: ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (National Thermal Power Corporation) অর্থাৎ এনটিপিসি (NTPC) - তে রয়েছে চাকরির সুযোগ। প্রোজেক্ট ইরেকশন/কনস্ট্রাকশনের ক্ষেত্রে ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ করা হবে। আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগামী ৮ মার্চ পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। কেবলমাত্র অনলাইনেই আবেদন জমা দিতে পারবেন আগ্রহীরা। careers.ntpc.co.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন জমা দেওয়া যাবে। মোট ১১০টি শূন্যপদ রয়েছে এই চাকরির জন্য। 


কোথায় কত শূন্যপদ রয়েছে



  • ডেপুটি ম্যানেজার (ইলেকট্রিকাল ইরেকশন)- ২০টি

  • ডেপুটি ম্যানেজার (মেকানিকাল ইরেকশন)- ৫০টি

  • ডেপুটি ম্যানেজার (C&I Erection)- ১০টি

  • ডেপুটি ম্যানেজার (সিভিল কনস্ট্রাকশন)- ৩০টি 


আবেদনকারীদের বয়সসীমা কত 


এনটিপিসি- র এই চাকরির জন্য আবেদন জানাবেন তাঁদের বয়সের সর্বোচ্চ সীমা ৪০ বছর। 


কাদের জন্য অ্যাপ্লিকেশন ফি কত ধার্য করা হয়েছে


জেনারেল, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণি, ওবিসিদের ৩০০ টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে যা ফেরতযোগ্য নয়। অন্যদিকে তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম, অবসরপ্রাপ্ত কর্মী এবং মহিলাদের ক্ষেত্রে কোনও অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়নি। 


এবার দেখে নেওয়া যাক কীভাবে আবেদন করা যাবে



  • প্রথমে আবেদনকারীদের www.ntpc.co.in এই ওয়েবসাইটে যেতে হবে

  • সেখানে হোমপেজে থাকা কেরিয়ার ট্যাবে ক্লিক করতে হবে

  • এরপর Recruitment of experienced professionals as Deputy Manager in the area of Project Erection/Construction at (E4 Level), Advt. No. 05/24. Last date of application is 08.03.2024- এর জন্য থাকা অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করতে হবে

  • ভালভাবে ফর্ম পূরণ করতে হবে

  • আপলোড করতে হবে যাবতীয় প্রয়োজনীয় নথি

  • এরপর জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি

  • সবশেষে ফর্ম জমা দিয়ে একটা প্রিন্ট করে রাখতে হবে ভবিষ্যতের প্রয়োজনের জন্য 


সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় শিক্ষানবিশ পদে নিয়োগ


সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (Central Bank of India) রয়েছে চাকরির সুযোগ। শিক্ষানবিশ (Apprenticeship) পদে নিয়োগ করবে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শূন্যপদ রয়েছে ৩০০০। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ৬ মার্চ পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। তবে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই অ্যাপ্রেন্টিস পদে আবেদন জমা দেওয়ার আগে আবেদনকারীদের উচিৎ আপ্রেন্টিসশিপ পোর্টাল www.nats.education.gov.in- এ গিয়ে রেজিস্টার করা প্রয়োজন। 


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


আরও পড়ুন- প্রশ্নপত্র ফাঁসে হঠাৎ বাতিল গোটা নিয়োগ পরীক্ষা ! ঠিক কী হয়েছিল


Education Loan Information:

Calculate Education Loan EMI