Job News: ভারতের সর্ববৃহৎ শক্তি উৎপাদক সংস্থা NTPC। ২০২৩ সালের ডিসেম্বর মাসেই একটি বিজ্ঞপ্তি জারি করে শতাধিক কর্মী নিয়োগের কথা জানিয়েছিল NTPC। বিভিন্ন পদে প্রায় ১১৪টিরও বেশি পদে নিয়োগ শুরু হয়েছিল এই সংস্থায়। এবার বছরের শুরুতে আবার নিয়োগের বিজ্ঞপ্তি জারি NTPC-তে। জানুয়ারি মাসের শেষে ফের ২২৩টি শূন্যপদে নিয়োগ (NTPC Recruitment) হতে চলেছে এই সরকারি সংস্থায়। দেখে নিন আবেদনের প্রক্রিয়া এবং এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য।
পদের নাম
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ (অপারেশনস) পদে NTPC-তে কর্মী নিয়োগ হবে। এই নিয়োগ মূলত চুক্তি ও মেয়াদ ভিত্তিক।
চাকরির মেয়াদ
মূলত ৩ বছরের চুক্তিতে এক্সিকিউটিভ নিয়োগ করছে NTPC। তবে সংস্থার তরফে জানানো হয়েছে এই চুক্তি উত্তীর্ণ হলে তা আরও ২ বছর বাড়ানো হতে পারে। তবে এই কাজের ক্ষেত্রে নির্বাচিত প্রার্থীকে (NTPC Recruitment) শিফটে কাজ করতে হবে, প্রয়োজনে রাতের শিফটেও কাজ করতে হতে পারে।
শূন্যপদ
মোট ২২৩টি পদে নিয়োগ হবে। এর মধ্যে অসংরক্ষিত আসনের সংখ্যা ৯৮টি। বাকি পদের মধ্যে EWS প্রার্থীদের জন্য ২২টি, ওবিসি ক্ষেত্রে ৪০টি, SC প্রার্থীদের জন্য ৩৯টি এবং ST প্রার্থীদের জন্য ২৪টি শূন্যপদ রয়েছে এই নিয়োগের ক্ষেত্রে।
বয়সের সীমা
এই পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বয়সের উর্ধ্বসীমা হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম
নির্বাচিত প্রার্থীরা এই পদে কাজের জন্য মাসিক ৫৫০০০ টাকা স্থির বেতন পাবেন। এর সঙ্গে যদিও HRA বা কোম্পানি অ্যাকোমোডেশন, নাইট শিফট অ্যালাওয়েন্স, নিজের, স্ত্রীর এবং দুই সন্তানের জন্য মেডিকেল ফেসিলিটিও দেওয়া হবে প্রার্থীকে।
কীভাবে আবেদন
- এই পদে আবেদনের জন্য প্রার্থীকে NTPC-র অফিসিয়াল ওয়েবসাইট careers.ntpc.co.in-তে যেতে হবে প্রথমে।
- এই পেজ খুললেই নিচে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে আবেদনের লিঙ্ক দেখা যাবে।
- তবে সবার আগে নিজস্ব মেল আইডি দিয়ে ওয়েবসাইটে লগ ইন করে নিতে হবে।
- তারপর সমস্ত আবেদন পত্র পূরণ করে, নথি জমা করতে হবে।
- আবেদন জমা করার পর অবশ্যই তা ডাউনলোড করে একটা প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।
আবেদনের ফি
অসংরক্ষিত, ইডব্লিউএস এবং ওবিসি প্রার্থীদের জন্য এই আবেদনের ক্ষেত্রে ৩০০ টাকা দিতে হবে যা অ-ফেরতযোগ্য। অন্যদিকে সংরক্ষিত প্রার্থী, বিশেষভাবে সক্ষম এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনও টাকা দিতে হবে না।
আবেদনের সময়সীমা
২৫ জানুয়ারি ২০২৪ থেকেই শুরু হয়ে গিয়েছে এই পদে (NTPC Recruitment) আবেদন। চলবে আগামী ফেব্রুয়ারি মাসের ৮ তারিখ পর্যন্ত।
এই নিয়োগের বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখুন।
আরও পড়ুন: ISRO recruitment 2024: নিয়োগ চলছে ইসরোতে, কোন পদে ? কীভাবে আবেদন ?
Education Loan Information:
Calculate Education Loan EMI