NTPC Recruitment: ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনে চাকরির সুযোগ। সরকারি চাকরির জন্য যে সমস্ত প্রার্থী প্রস্তুতি নিচ্ছেন, তাদের কাছে এটা একটা বড় সুযোগ। এই সংস্থায় জুনিয়র এক্সিকিউটিভ পদে চলছে নিয়োগ। আগামী ২৮ অক্টোবর পর্যন্ত এই পদের জন্য (Job News) আবেদন করা যাবে। এনটিপিসি সংস্থার (NTPC Recruitment) ওয়েবসাইট ntpc.co.in-এ গিয়ে এই পদের জন্য আবেদন করতে হবে। ২৮ তারিখের পর আর আবেদন করা যাবে না। দেখে নিন এই পদে আবেদনের জন্য কী যোগ্যতা লাগবে।
৫০টি শূন্যপদের জন্য চলছে নিয়োগ
মোট ৫০টি পদের জন্য এই সংস্থায় জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ করা হবে। ভারতের এনার্জি সেক্টরের অন্যতম বৃহৎ এবং জনপ্রিয় সংস্থা এই ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। নির্দিষ্ট ক্যাটাগরির ভিত্তিতে আগ্রহী প্রার্থীরা এই সংস্থায় আবেদন করতে পারবে। নিয়োগের বিজ্ঞপ্তি অনুসারে অসংরক্ষিত প্রার্থীদের জন্য রয়েছে ২২টি পদ, ইডব্লিউএসের জন্য ৫টি, ওবিসির জন্য ১৩টি, এসসি এবং এসটি প্রার্থীদের জন্য ৩টি আসন সংরক্ষিত রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা কী দরকার
ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের পক্ষ থেকে এই নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর অবশ্যই কৃষিবিজ্ঞান নিয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। চাকরি পাওয়ার পরে প্রার্থীদের প্রধান দায়িত্ব হবে কৃষক ও সাধারণ মানুষের কাছে বায়োমাসের বিষয়ে সতর্কতা প্রচার করা। এমনকী বায়োমাসের কাজ, কীভাবে ব্যবহার করতে হবে এবং বর্জ্য পরিকল্পনার বিষয়েও সতর্কতা ছড়ানো প্রার্থীর দায়িত্ব হবে।
বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে
এনটিপিসির নিয়োগের মাধ্যমে সংস্থায় কাজে যোগ দিতে গেলে আগামী ২৮ অক্টোবর ২০২৪-এর মধ্যে প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ২৭ বছর। এক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সসীমায় ছাড় রয়েছে। এছাড়া অতিরিক্ত তথ্য জানার জন্য প্রার্থীদের যেতে হবে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে।
ইন্টারভিউর মাধ্যমে হবে প্রার্থী নির্বাচন
এনটিপিসি সংস্থায় জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে প্রার্থী নির্বাচন করা হবে ইন্টারভিউর ভিত্তিতে। এছাড়া সংস্থার পক্ষ থেকে দেওয়া হবে থাকার জায়গা, এইচআরএ, মেডিকেল ও অন্যান্য সুবিধে এবং অ্যালাউয়েন্স। ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচনের কথা বলা হলেও কোনো নির্বাচনী লিখিত পরীক্ষাও নেওয়া হতে পারে। আবেদনের জন্য আবেদন ফি হিসেবে প্রার্থীদের ৩০০ টাকা জমা দিতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীদের জন্য কোনো আবেদন মূল্য লাগবে না।
আরও পড়ুন: NCERT: বিনামূল্যে নিতে পারবেন JEE, NEET-এর প্রস্তুতি, পড়ুয়াদের আরও সুবিধে দিল NCERT
Education Loan Information:
Calculate Education Loan EMI