নয়াদিল্লি: গ্রেড ৩ পোস্টে প্রচুর পদে নিয়োগ করছে অয়েল ইন্ডিয়া (Oil India Recruitment 2021)। শিক্ষাগত যোগ্যতা থাকলে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে করতে হবে আবেদন। এই বিষয়ে বিশদে জানতে ইন্ডিয়ান অয়েলের oil-india.com-এ যোগাযোগ করতে হবে আবেদনকারীদের।


Oil India Recruitment 2021
সব মিলিয়ে ৩০০ পদে ৫৩৫ জনকে নিয়োগ করবে ইন্ডিয়াল অয়েল কর্তৃপক্ষ। যার মধ্যে ইলেক্ট্রিশিয়ান ট্রেড, ফিটার ট্রেড, মেকানিক ফর ইলেকট্রিশিয়ান ট্রেড , মেকানিক মোটর ভেহিক্যাল ট্রেড, মেকানিস্ট ট্রেড, মেকানিক ডিজেল ট্রেড, ইলেকট্রনিক্স মেকানিক ট্রেড, বয়লার অ্যাটেনডেন্ট, টার্নার ট্রেড, ড্রটসম্যান ট্রেড, ইনস্ট্রুমেন্ট মেকানিক ট্রেড, সার্ভেয়ার ট্রেড, ওয়োল্ডার ট্রেড, আইটি ট্রেড পদে নিয়োগ করবে কর্তৃপক্ষ। 


কোন পদে কত নিয়োগ ?


ইলেক্ট্রিশিয়ান ট্রেড- 38
ফিটার ট্রেড - 144
মেকানিক মোটর ভেহিক্যাল ট্রেড - 42
মেকানিস্ট ট্রেড - 13
মেকানিক ডিজেল ট্রেড - 97
ইলেকট্রনিক্স মেকানিক ট্রেড - 40
বয়লার অ্যাটেনডেন্ট - 08
টার্নার ট্রেড - 04
ড্রটসম্যান সিভিল ট্রেড  - 08
ইনস্ট্রুমেন্ট মেকানিক ট্রেড - 81
Physics, Chemistry and Mathematics - 44
সার্ভেয়ার ট্রেড - 05
ওয়োল্ডার ট্রেড - 06
IT&ESM / ICTSM / আইটি ট্রেড  - 05


Oil India Grade 3 Posts Eligibility Criteria 
শিক্ষাগত যোগ্যতা- এই বিপুল সংখ্যক নিয়োগের ক্ষেত্রে আলাদা আলাদা যোগ্যতা থাকতে হবে চাকরিপ্রার্থীদের। সেই ক্ষেত্রে অয়েল ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে এই বিষয়ে বিশদে জানতে পারবেন চাকরিপ্রার্থীরা। বিস্তারিত জানতে oil-india.com-এ যোগাযোগ করতে হবে আবেদনকারীদের।


Oil India Age Limit:
জেনারেলের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ১৮-৩০ বছর হতে হবে।
তফশিলি জাতি বা উপজাতির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা শিথিল করা হয়েছে।এই ক্ষেত্রে বয়সের ঊর্ধবসীমা ১৮-৩৫ বছর।
OBC (Non-Creamy Layer) এই ক্ষেত্র বয়সের ঊর্ধবসীমা ১৮-৩৩ বছর রাখ হয়েছে।


কীভাবে হবে প্রার্থী নির্বাচন ?(Oil India Grade 3 Posts Selection Process)
কম্পিউটার বেসড টেস্ট বা (CBT)-র মাধ্যমে হবে প্রার্থী বাছাই। আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে আবেদনকারীদের oil-india.com-এ আবেদন করতে হবে।


Education Loan Information:

Calculate Education Loan EMI