কলকাতা: পরীক্ষার ২৪ ঘণ্টার মধ্যেই UGC-র NET বাতিল করে, CBI তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। মেডিকেলে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতির অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এরমধ্যেই, এবার NET-এ স্বচ্ছতার সঙ্গে আপস হয়ে থাকতে পারে, এই আশঙ্কা প্রকাশ করে UGC-কে তথ্য দেয় ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট। আর পরীক্ষা বাতিল নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। 


NET বাতিলে তরজা: মেডিক্যালে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতির অভিযোগে তোলপাড়ের মধ্যেই, এবার অনিয়মের আশঙ্কায় UGC-র NET বাতিল করল কেন্দ্রীয় সরকার। এরইসঙ্গে তড়িঘড়ি CBI তদন্তের নির্দেশও দিল তারা। ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা NEET-এর মতো NET-এরও পরীক্ষা নিয়ামক সংস্থা NTA বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। মঙ্গলবারই ৯ লক্ষেরও বেশির পরীক্ষার্থী UGC NET দেয়। কিন্তু, এর ২৪ঘণ্টার মধ্যেই পরীক্ষায় অস্বচ্ছতার আশঙ্কায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এই সর্ভারতীয় পরীক্ষা বাতিল করল।


সোশাল মিডিয়ায় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী লিখেছেন, "বিজেপি সরকারের লিকতন্ত্র ও দুর্বল ব্যবস্থা যুব সমাজের জন্য মারাত্মক। NEET পরীক্ষায় কেলেঙ্কারির খবরের পরে, এখন ১৮ জুন অনুষ্ঠিত NET-এও অনিয়মের আশঙ্কায় বাতিল করা হয়েছে। জবাবদিহি কি করবেন? এই দুর্বল ব্যবস্থার দায় কি শিক্ষামন্ত্রী নেবেন?''


 






 


রাতারাতি UGC-NET বাতিলে মোদি সরকারকে নিশানা করেছেন অখিললেশ যাদব। বড়সড় ষড়যন্ত্রের আশঙ্কাপ্রকাশ করলেন সমাজবাদী পার্টি প্রধান। অখিলেশ যাদব বলেন, "যে দুর্নীতিগ্রস্তরা নির্বাচনী বন্ডের নামে করোনা ভ্যাকসিনের টাকা আত্মসাৎ করতে পারে। তারা পরীক্ষা পদ্ধতিকে ছাড়বে কেন?''


UGC NET পাস করলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের চাকরি পাওয়ার যোগ্যতা অর্জন করেন পরীক্ষার্থীরা। এই পরীক্ষায় উত্তীর্ণরা জুনিয়র রিসার্চ ফেলোশিপ পেতে পারেন। এছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে PhD করার যোগ্যতা অর্জন করতে পারেন তাঁরা। এহেন গুরুত্বপূর্ণ পরীক্ষায় নেওয়ার সঙ্গে সঙ্গেই তা বাতিল করতে হল কেন্দ্রীয় সরকারকে। শিক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে, NET-এ স্বচ্ছতার সঙ্গে আপস হয়ে থাকতে পারে, এই আশঙ্কায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে বুধবার তথ্য দেয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট। এরপরই শিক্ষামন্ত্রক জানায়, স্বচ্ছতা ও পবিত্রতা বজায় রাখতে পরীক্ষা বাতিল করা হল। তদন্তবার দেওয়া হল CBI-কে। পরে কবে ইউজিসি-নেট নেওয়া হবে, তা পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Kanchanjunga Express Train Accident News: ট্রেন দুর্ঘটনায় মৃত্যুমিছিল, রেলে শূন্যপদ ইস্যুতে সরব বিরোধীরা


Education Loan Information:

Calculate Education Loan EMI