RITES Recruitment: কেন্দ্রীয় সরকারি সংস্থা রাইটসে কর্মী নিয়োগ করা হবে। প্রচুর শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে লোক নেওয়া হবে এই সংস্থায়। বয়স চল্লিশের মধ্যে হলেই এই পদে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। তবে এই কাজ কোনও স্থায়ী চাকরি (RITES Recruitment) নয়, বরং চুক্তির ভিত্তিতেই কর্মী নিয়োগ হবে এই সংস্থায়। দেখে নিন কীভাবে আবেদন করতে হবে এবং প্রার্থী নির্বাচনের পদ্ধতিই বা কীরকম।
শূন্যপদ
মোট ৭২টি শূন্যপদে কর্মী নিয়োগ হবে কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা রাইটসে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ হলেও বিভিন্ন বিভাগ রয়েছে। মেকানিকাল বা মেটালার্জি বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে শূন্যপদ ৩৪টি, ইলেকট্রিকাল বা ইলেকট্রনিক্স বিভাগে শূন্যপদ ২৮টি এবং সিভিল ও আইটি বিভাগে শূন্যপদ যথাক্রমে ৮ ও ২টি। মোট ৭২টি শূন্যপদের মধ্যে অসংরক্ষিত প্রার্থীদের জন্য আসন রয়েছে ৩৬টি।
বয়সসীমা
এই পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীর বয়স অবশ্যই হতে হবে ৪০ বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা
প্রতিটি বিভাগের জন্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে নিযুক্ত হতে গেলে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি রয়েছে। যেমন মেকানিকাল বিভাগে (RITES Recruitment) নিয়োগের জন্য প্রার্থীকে ফুলটাইম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.টেক পাশ করে থাকতে হবে। ইলেক্ট্রনিক্স বা ইলেকট্রিক্যাল বিভাগে এই পদের জন্য নিয়োগের ক্ষেত্রে প্রার্থীকে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পাশ করে থাকতে হবে। অন্যদিকে সিভিল ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করা থাকলে সিভিল ও আইটি বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য আবেদন করা যাবে।
কাজের অভিজ্ঞতা
রাইটস সংস্থায় এই পদে কাজের জন্য ন্যূনতম ২ বছরের সমতুল পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন কাঠামো
নির্বাচিত প্রার্থীরা এক্ষেত্রে রাইটস সংস্থায় কাজের জন্য মাসিক ২৩,৩৪০ টাকা বেতন পাবেন এবং এর সঙ্গে অ্যালাউয়েন্স ও অন্যান্য পার্কস থাকছে। নন-মেট্রো শহরের জন্য ৭০ শতাংশ এবং মেট্রো শহরের জন্য ৭৫ শতাংশ অ্যালাউয়েন্স পাবেন। তবে মুম্বই, ব্যাঙ্গালোরে থাকলে প্রার্থীকে ৮০ শতাংশ অ্যালাউয়েন্স দেওয়া হবে। অন্যদিকে মেডিক্যাল ও অ্যাক্সিডেন্টাল ইনসিওরেন্স থাকছে প্রার্থীর জন্য। প্রভিডেন্ট ফান্ডে ১২ শতাংশ করে এক্ষেত্রে টাকা কেটে নেওয়া হবে এবং সমতুল টাকা সংস্থা বহন করবে।
আবেদন ফি
এই পদে আবেদনের ক্ষেত্রে অসংরক্ষিত ও ওবিসি প্রার্থীদের ৬০০ টাকা এবং অন্যান্য সম্প্রদায়ের প্রার্থীদের ৩০০ টাকা দিতে হবে আবেদনের ফি হিসেবে। এর সঙ্গে কর অতিরিক্ত রয়েছে।
কাজের মেয়াদ
ন্যূনতম ১ বছরের কাজের চুক্তিতে (RITES Recruitment) নেওয়া হবে প্রার্থীদের। তবে কাজের দক্ষতার উপর ভিত্তি করে এই মেয়াদ বাড়তে পারে।
আবেদন প্রক্রিয়া
বিগত ৭ এপ্রিল শুরু হয়েছে এই পদে আবেদন। চলবে আগামী ২২ এপ্রিল পর্যন্ত। ২৮ তারিখ থেকে শুরু হবে লিখিত পরীক্ষা। ৯ মে আয়োজিত হবে ইন্টারভিউ।
আরও পড়ুন: IPS Success Story: ১৬টি সরকারি চাকরির প্রস্তাব খারিজ, শুধু দেশসেবার লক্ষ্যেই আজ IPS তৃপ্তি
Education Loan Information:
Calculate Education Loan EMI