BECIL Job: রাষ্ট্রায়ত্ত ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ বেসিল (BECIL) সংস্থায় কর্মী নিয়োগ হবে। মোট ১৮টি পদে নিয়োগ হবে। ইতিমধ্যেই আবেদন শুরু হয়ে গিয়েছে। চুক্তির ভিত্তিতে নির্দিষ্ট মেয়াদের জন্য কর্মী নিয়োগ করবে বেসিল। দেখে নিন কোন পদে নিয়োগ হবে, কীভাবেই বা আবেদন ?


শূন্যপদ


মোট ১৮টি শূন্যপদে নিয়োগ করবে বেসিল সংস্থা (BECIL Jobs)। ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে ১৫ জনকে এবং এমটিএস বা মাল্টি টাস্কিং স্টাফ হিসেবে নিয়োগ করা হবে ৩ জনকে। দিল্লির ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসেই হবে এই কর্মী নিয়োগ।


যোগ্যতা


ডেটা এন্ট্রি অপারেটরের পদে আবেদনের জন্য প্রার্থীকে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার জানা থাকতে হবে ভালভাবে। MS Excel-এ দক্ষতা থাকা দরকার এবং ইংরেজিতে টাইপিং স্পিড ন্যূনতম হতে হবে মিনিটে ৩৫টি শব্দ। তবে এক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে সেই প্রার্থীই প্রাধান্য পাবেন।


অন্যদিকে মাল্টি টাস্কিং স্টাফ (BECIL Jobs) হিসেবে যে কোনও বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে আবেদনকারীকে। এক্ষেত্রেও অভিজ্ঞতা প্রাধান্য পাবে নিয়োগের ক্ষেত্রে।


বয়সসীমা


ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে এবং মাল্টি টাস্কিং স্টাফ হিসেবে আবেদনের জন্য বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।


বেতন


ডেটা এন্ট্রি অপারেটর পদে নির্বাচিত হলে প্রার্থী মাসে ২৩,০৮২ টাকা বেতন পাবেন এবং এমটিএস পদে নির্বাচিত প্রার্থীর বেতন হবে মাসে ১৭,৪৯৪ টাকা।


আবেদনের ফি


এই পদে (BECIL Jobs) আবেদনের জন্য অসংরক্ষিত, ওবিসি, মহিলা এবং এক্স-সার্ভিসম্যানদের আবেদন ফি হিসেবে দিতে হবে ৮৮৫ টাকা। অন্যদিকে SC/ST বা EWS/PH-দের জন্য আবেদনের ফি ৫৩১ টাকা। এখানে উল্লেখ করা হয়েছে যে অতিরিক্ত কোনও পদের জন্য আবেদন করতে হলে আরও ৫৯০ টাকা দিতে হবে।


আবেদনের শেষদিন কবে


ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ পর্যন্ত এই পদে আবেদন করা যাবে অনলাইনে।


কীভাবে আবেদন ?



  • becil.com বা becilregistration.in ওয়েবসাইটে কেরিয়ার অপশনে গিয়ে এই পদের জন্য আবেদন করা যাবে।

  • বিজ্ঞপ্তি দেখে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর খুঁজে সেই ট্যাবে ক্লিক করে শুরু করতে হবে আবেদন।

  • সব তথ্য ও নথি জমা করে আবেদন সাবমিট করতে হবে।

  • এখানেই শেষ নয়, বিজ্ঞপ্তিতে উল্লিখিত ইমেল আইডিতে এই আবেদনপত্র মেল করে দিতে হবে প্রার্থীর রেজিস্টার্ড মেল আইডি থেকে।


আরও পড়ুন: Higher Secondary 2024: উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীর জন্য নয়া নিয়ম, প্রশ্নে এবার সিরিয়াল নম্বর


Education Loan Information:

Calculate Education Loan EMI