ECIL Jobs: ইলেকট্রনিক কর্পোরেশন অফ ইন্ডিয়াতে (ECIL Recruitment) কর্মী নিয়োগ করা হবে। এক্সিকিউটিভ পদে এই সংস্থায় কাজ করতে চাইলে দেখে নিন কীভাবে আবেদন করবেন, বেতন কত, শূন্যপদই বা কতগুলি আছে। আগ্রহী প্রার্থীদের বয়স ৩৩ বছরের কম হলেই এই পদে (Job News) আবেদন করা যাবে। কোনও লিখিত পরীক্ষা ছাড়াই এই পদে নিয়োগ হবে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে। কবে হবে ইন্টারভিউ ?
শূন্যপদ
ইলেকট্রনিক কর্পোরেশন অফ ইন্ডিয়াতে (ECIL Recruitment) এক্সিকিউটিভ পদে লোক নেওয়া হবে। এজন্য শূন্যপদ রয়েছে মাত্র ৫টি। অর্থাৎ মোট ৫ জন আগ্রহী প্রার্থীকে বেছে নেওয়া হবে এই সংস্থায় এক্সিকিউটিভ পদে কাজের জন্য। তবে এই চাকরি কোনও স্থায়ী চাকরি নয়, চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে কর্মীদের।
কাজের মেয়াদ
ইসিআইএল সংস্থায় এক্সিকিউটিভ পদে কাজের জন্য প্রাথমিকভাবে এক বছরের চুক্তির ভিত্তিতে কাজে নেওয়া হবে প্রার্থীদের। এই চুক্তির মেয়াদ সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত বাড়তে পারে। মূলত কাজের দক্ষতা, পারফরম্যান্স এবং প্রজেক্টের প্রয়োজনীতার ভিত্তিতে নিয়োগ করা হবে এবং চুক্তির মেয়াদ বাড়ানো হবে।
শিক্ষাগত যোগ্যতা
ইলেকট্রনিক কর্পোরেশন অফ ইন্ডিয়াতে (ECIL Recruitment) কাজের জন্য আগ্রহী প্রার্থীর বিএ, বিএসসি, বিবিএ, বিটেক ইত্যাদি যে কোনও স্নাতক ডিগ্রি থাকলেই হবে এবং তার সঙ্গে এমবিএ করা থাকলে সুবিধে হবে। এছাড়া পিজি বা পিজি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে পাবলিক রিলেশন, পাবলিক পলিসি, জার্নালিজম ও মাস কমিউনিকেশনের উপর।
এর আগে এক্সিকিউটিভ সেক্রেটারি বা সমতুল পদে কোনও সরকারি বা বেসরকারি সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস, প্রেজেন্টেশন, ডেটা অ্যানালিসিস করার দক্ষতা থাকতে হবে। সাংগাঠনিক ও সময়ানুবর্তিতার দক্ষতা থাকতে হবে প্রার্থীদের মধ্যে।
বেতন কাঠামো
এই সংস্থায় কাজের জন্য প্রথম বছর মাসিক ৪০ হাজার টাকা বেতন পাবেন নির্বাচিত প্রার্থী এবং তারপর ২য় বছরে ৪৫ হাজার টাকা, তৃতীয় বছরে ৫০ হাজার টাকা এবং চতুর্থ-পঞ্চম বছরে ৫৫ হাজার টাকা বেতন পাবেন নির্বাচিত প্রার্থী।
কীভাবে হবে প্রার্থী নির্বাচন
এক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা নেওয়া হবে না। শুধুমাত্র একটি ব্যক্তিগত ইন্টারভিউর মাধ্যমেই হবে প্রার্থী নির্বাচন।
আরও পড়ুন: Success Story: IAS হয়েও চাকরি ছাড়েন, শিক্ষকতাই ছিল প্যাশন- কীভাবে এত জনপ্রিয় তনু জৈন ?
Education Loan Information:
Calculate Education Loan EMI