Recruitment News: ইন্ডিয়ান ব্যাঙ্ক (Indian Bank) শিক্ষানবিশ (Apprentice) পদে নিয়োগ করতে চলেছে। সেই নিয়োগের পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড (Admit Card) প্রকাশ করেছে। ইন্ডিয়ান ব্যাঙ্কের শিক্ষানবিশ পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষার ক্ষেত্রে এই অ্যাডমিট কার্ডের প্রয়োজন হবে। ইন্ডিয়ান ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইন পরীক্ষার এই কল লেটার ইন্ডিয়ান ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে উপলব্ধ থাকবে। ওই দিনই অর্থাৎ ২৮ সেপ্টেম্বরই ইন্ডিয়ান ব্যাঙ্কের শিক্ষানবিশ পদে নিযুক্ত হওয়ার লিখিত পরীক্ষা। মোট ১০০টি প্রশ্ন থাকবে। ১০০ নম্বরের পরীক্ষা হবে। মোট এক ঘণ্টা সময় পাবেন পরীক্ষার্থীরা। একটি প্রশ্নের ভুল উত্তর দিলে সেই প্রশ্নের মানের এক চতুর্থাংশ বাদ যাবে। যদি কোনও প্রশ্নের উত্তর না দেন, তাহলে তার জন্য কোনও নম্বর কাটা যাবে না।
কীভাবে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন জেনে নিন
- প্রথমে ইন্ডিয়ান ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে আবেদনকারীদের।
- হোমপেজে যে কেরিয়ার লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করতে হবে।
- এরপর একটি নতুন পেজ খুলে যাবে কম্পিউটার স্ক্রিনে।
- এই পেজে থাকবে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাপ্রেন্টিস অ্যাডমিট কার্ড ২০২৪ লিঙ্ক, সেখানে ক্লিক করতে হবে।
- এবার দিতে হবে যাবতীয় লগ-ইন ডিটেলস বা তথ্য।
- এরপর সাবমিট বাটনে ক্লিক করলে আবেদনকারী নিজের অ্যাডমিট কার্ড স্ক্রিনে দেখতে পাবেন।
- ভালভাবে অ্যাডমিট কার্ড দেখে নিয়ে তা ডাউনলোড করতে হবে।
- এই অ্যাডমিট কার্ডের একটি হার্ড কপি নিজের কাছে রেখে দিতে হবে ভবিষ্যতে প্রয়োজনের স্বার্থে।
ইন্ডিয়ান ব্যাঙ্কে শিক্ষানবিশ পদে ১৫০০ জনকে নিয়োগ করা হবে। গত ১০ জুলাই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছিল। আর তা শেষ হয়েছিল ৩১ জুলাই। বাকি যাবতীয় তথ্য পাওয়া যাবে ইন্ডিয়ান ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে।
আরও পড়ুন- হিন্দুস্তান পেট্রোলিয়ামে গবেষণা সহায়ক হিসেবে কাজ করতে চান ? ৮৫ হাজার পর্যন্ত মিলবে বৃত্তি
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI