Malda Medical College: মেডিকেল কলেজে চিকিৎসক নিয়োগ হবে মালদায়। বেশ কয়েকটি বিভাগে রয়েছে শূন্যপদ। ইতিমধ্যেই নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে মালদা মেডিকেল কলেজের কর্তৃপক্ষ (Malda Medical College Job)। এ জন্য কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে হবে এই নিয়োগ। জুনিয়র রেসিডেন্ট পদে এই নিয়োগ কয়টি শূন্যপদের জন্য হবে দেখে নিন বিস্তারিত-


শূন্যপদ


মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে (Malda Medical College Job) জুনিয়র রেসিডেন্ট হিসেবে নিয়োগ হবে। মোট ৭টি শূন্যপদে হবে এই নিয়োগ। হাসপাতালের বিভিন্ন বিভাগের মধ্যে মূলত অপথ্যালমোলজি, রেডিওলজি, এমারজেন্সি মেডিসিন ও সিসিইউ বিভাগে নিয়োগ হবে। এই বিভাগে শূন্যপদের বিভাজনও দেওয়া হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে।


এমারজেন্সি মেডিসিন- ২টি


অপথ্যালমোলজি – ১টি


সিসিইউ- ৩টি


রেডিওলজি- ১টি


শিক্ষাগত যোগ্যতা


এই পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীকে যে কোনও রাজ্যের মেডিকেল কাউন্সিল বা রাজ্য কাউন্সিল দ্বারা স্বীকৃত বিশ্ববিদ্যালয় কিংবা ভারতের মেডিকেল কাউন্সিল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করে থাকতে হবে। এছাড়া পশ্চিমবঙ্গের রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশনও প্রয়োজন এক্ষেত্রে। এখানে জানানো হয়েছে ২০২৪ সালে যে সমস্ত প্রার্থীরা সদ্য ইন্টার্নশিপ শেষ করেছেন, তাঁরা এই সমস্ত পদে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।


বয়সসীমা


মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে (Malda Medical College Job) জুনিয়র রেসিডেন্ট হিসেবে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।


ইন্টারভিউ হবে


আগামী ১২ মার্চ ২০২৪ মঙ্গলবার বেলা আড়াইটে থেকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের কনফারেন্স রুমে হবে এই নিয়োগের ইন্টারভিউ। তাঁর আগে বেলা ২টোর সময় প্রার্থীদের এসে নথি যাচাই করিয়ে নিতে হবে।


আবেদনপত্র পাঠানোর শেষ দিন


এই পদে নিয়োগের জন্য আবেদনপত্র পাঠানোর শেষ দিন ১১ মার্চ ২০২৪ বেলা ৪.৩০-এর মধ্যে।


কঠোর বিধি


এই নিয়োগের ক্ষেত্রে মালদা মেডিকেল কলেজ (Malda Medical College Job) ও হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে নির্বাচিত প্রার্থীরা যদি ৬ মাসের মধ্যেই এই পদ থেকে অব্যাহতি নেন, তাহলে হাসপাতালের পক্ষ থেকে তাঁদের কোনও এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেওয়া হবে না। তাছাড়া এই ইন্টারভিউ দিতে আসার জন্য প্রার্থীদের কোনও TA/ DA দেওয়া হবে না।


কী কী নথি লাগবে


সমস্ত শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্রের ফটোকপি, দু'কপি পাসপোর্ট মাপের ছবি, রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইত্যাদি।


এই নিয়োগের বিষয়ে বিস্তারিত জানতে মালদা মেডিকেল কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।


আরও পড়ুন: WB Gram Panchayat Recruitment : বাংলার গ্রাম পঞ্চায়েতে ৬৬৫২টি শূন্যপদে বিশাল নিয়োগ- কী যোগ্যতা, কীভাবে আবেদন করবেন ?


Education Loan Information:

Calculate Education Loan EMI