Job News: দিল্লির ন্যাশনাল বুক ট্রাস্টে চাকরির সুযোগ। ভারতের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনস্থ এই সংস্থা এবার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কনসালট্যান্ট এবং ইয়ং প্রফেশনাল পদে (Recruitment News) লোক নেওয়া হবে এই সংস্থায়। মূলত মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতা নিয়ে যারা পড়াশোনা করেছেন, ডিগ্রি রয়েছে তারাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। এটি কোনও স্থায়ী চাকরি (NBT Recruitment News) নয়, এই নিয়োগের ক্ষেত্রে চুক্তিতে কাজ করতে হবে প্রার্থীকে। কাজের দক্ষতা ও সংস্থার প্রয়োজনের উপর ভিত্তি করে এই সংস্থায় কাজের মেয়াদ বাড়তে পারে আপনার।


কনসালট্যান্ট – পাবলিক রিলেশনস অ্যান্ড কমিউনিকেশনস (গ্রেড ১)


মাস কমিউনিকেশন, পাবলিক রিলেশন, জার্নালিজম, অ্যাডভার্টাইজিং, মিডিয়া ইত্যাদি যে কোনও বিষয়ে পড়াশোনা থাকলে প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারেন। মিডিয়া বা পাবলিক রিলেশনে ন্যূনতম ৫ থেকে ৮ বছরের কাজের দক্ষতা থাকতে হবে। যে সমস্ত প্রার্থী কোনও নামী দামী সংস্থায় কাজের অভিজ্ঞতার উল্লেখ করবেন, তাদের অবশ্যই কোনও ব্র্যান্ড প্রোমোশন বা অ্যাচিভমেন্টের লিখিত প্রমাণ থাকতে হবে, উচ্চপদে কাজ করে থাকতে হবে। ইংরেজি ও হিন্দি দুটি ভাষাতেই লেখা ও বলা-পড়া-শোনার দক্ষতা থাকতে হবে। বিভিন্ন সংস্থা বা এই ইন্ডাস্ট্রির নানাবিধ মানুষজনের সঙ্গে পরিচয় থাকতে হবে প্রার্থীর। ৪৫ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারেন। মাসিক ৮৪ হাজার টাকা থেকে শুরু হবে এই পদে নির্বাচিত প্রার্থীর বেতন, সর্বোচ্চ হবে ১.৫ লাখ টাকা পর্যন্ত।


ইয়ং প্রফেশনাল (পিআর)


ইয়ং প্রফেশনাল হিসেবে আবেদনের জন্য উৎসাহী প্রার্থীর মাস কমিউনিকেশন, পাবলিক রিলেশন, জার্নালিজম, অ্যাডভার্টাইজিং, মিডিয়া ইত্যাদি যে কোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। মিডিয়া, কমিউনিকেশন বা পাবলিক রিলেশনের জগতে সেই প্রার্থীর ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ও হিন্দি দুটি ভাষাতেই বলা লেখা পড়াতে স্বচ্ছন্দ হতে হবে প্রার্থীকে। ৩২ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারেন। এই পদে নির্বাচিত হলে প্রার্থীরা মাসে ৫০ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন।


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


আরও পড়ুন: SSC CGL 2024: এই দিন থেকে শুরু SSC CGL-এর প্রথম ধাপের পরীক্ষা, কী কী মাথায় রাখতে হবে ?


Education Loan Information:

Calculate Education Loan EMI