PGCIL Recruitment: দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত শক্তি উৎপাদনকারী সংস্থা পাওয়ারগ্রিড কর্পোরেশন এবার ট্রেনি নিয়োগ করবে। পাওয়ারগ্রিড কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই এই নিয়োগের ব্যাপারে আবেদন করা যাবে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে (Power Grid Corporation Jobs) সংস্থায় মোট ৭৯৫ জন কর্মী নেওয়া হবে যাদের মধ্যে রয়েছে ডিপ্লোমা ট্রেনি, জুনিয়র অফিসার ট্রেনি, অ্যাসিস্ট্যান্ট ট্রেনি ইত্যাদি পদগুলি। ইতিমধ্যেই রেজিস্ট্রেশন (Recruitment News) প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত। দেখে নেওয়া যাক কোন পদের জন্য কী যোগ্যতা লাগবে এবং আবেদনের ফি কত দিতে হবে।
গুরুত্বপূর্ণ দিনের তালিকা
বিগত ২২ অক্টোবর থেকে শুরু হয়েছে এই পাওয়ারগ্রিড কর্পোরেশনে নিয়োগ প্রক্রিয়া। আগামী ১২ নভেম্বর ২০২৪ পর্যন্ত চলবে এই নিয়োগ। এই সংস্থার নিয়োগের জন্য আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে হবে নির্বাচনী পরীক্ষা। সারা দেশেই এই সংস্থায় নিয়োগ হবে। একেক রাজ্যে একেক রকম শূন্যপদ আছে। দেখে নিন কোন রাজ্যে কত শূন্যপদ আছে। তবে এখানে বিজ্ঞপ্তিতে মূলত জোনের ভিত্তিতে এই বিভাজন করা হয়েছে।
শূন্যপদ
মধ্য ভারত- ৫০টি পদ
উত্তর ভারত ১- ৩৩ টি পদ
উত্তর ভারত ২ – ২৯টি পদ
ওড়িশা – ৩২টি পদ
উত্তর-পূর্বাঞ্চল – ৪৭টি পদ
উত্তরাঞ্চল ১ – ৮৪টি পদ
উত্তরাঞ্চল ২ – ৭২টি পদ
উত্তরাঞ্চল ৩ – ৭৭টি পদ
দক্ষিণাঞ্চল ১ – ৭১টি পদ
দক্ষিণাঞ্চল ২ – ১১২টি পদ
পশ্চিম ভারত ১ – ৭৫টি পদ
পশ্চিম ভারত ২ – ১১৩টি পদ
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে
একেকটি পদের জন্য এই সংস্থায় একেক রকম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। এ প্রসঙ্গে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানা যাবে।
কীভাবে হবে প্রার্থী নির্বাচন
এই সংস্থায় কাজে নিয়োগের জন্য হয় লিখিত পরীক্ষা নাহলে কম্পিউটার বেসড টেস্ট দিতে হবে। এছাড়া আরো একটি কম্পিউটার স্কিল টেস্টও দিতে হবে প্রার্থীকে। অন্যদিকে নিয়োগের আগে একটি প্রি-এমপ্লয়মেন্ট মেডিকেল চেক আপও করা হবে প্রার্থীর। মেধা অনুযায়ী করা হবে প্রার্থী নিয়োগ।
আবেদনের ফি
অ্যাসিস্ট্যান্ট ট্রেনি পদের জন্য সমস্ত আবেদনকারী প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে ২০০ টাকা। অন্যদিকে অন্য সমস্ত পদের জন্য আবেদনের ফি জমা দিতে হবে ৩০০ টাকা। সংরক্ষিত প্রার্থীদের জন্য কোনো আবেদনের ফি দিতে হবে না।
আরও পড়ুন: Layoff: কাজ হারাবেন ১৪০০ কর্মী, উৎসবের মরশুমে ছাঁটাইয়ের সিদ্ধান্ত এই ক্রেডিট কার্ড সংস্থার
Education Loan Information:
Calculate Education Loan EMI