UCIL Jobs: ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সম্প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ৮২টি শূন্যপদে করা হবে নিয়োগ। মাইনিং মেট পদের (Recruitment News) জন্যই করা হবে এই নিয়োগ। আগামী ৩০ নভেম্বরের মধ্যে আগ্রহী প্রার্থীদের এই পদের জন্য আবেদন করতে হবে। ইউরেনিয়াম কর্পোরেশনের (UCIL Jobs) অফিসিয়াল ওয়েবসাইট www.ucil.gov.in থেকেই সমস্ত তথ্য বিশদে জানতে পারবেন আবেদনকারীরা।


শিক্ষাগত যোগ্যতা


এই পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই দ্বাদশ উত্তীর্ণ হতে হবে এবং ডিজিএমএস থেকে একটি আনরেস্ট্রিক্টেড মাইনিং মেট যোগ্যতা থাকতে হবে। এছাড়া ব্লাস্টার এবং ওয়াইন্ডিং ইঞ্জিনের ড্রাইভারের সার্টিফিকেট থাকা জরুরি। আর এই সমস্ত পদে ন্যূনতম তিন বছর কাজের অভিজ্ঞতা থাকা দরকার প্রার্থীদের। এই বিষয়ে আরও তথ্য জানতে নজর রাখতে হবে সংস্থার সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে।


বয়সসীমা কত রয়েছে


এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমায় ছাড় রয়েছে।


বেতন কত হবে


ইউরেনিয়াম কর্পোরেশন সংস্থায় নিয়োগের ক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের বেতন হবে মাসে ২৮,৭৯০ টাকা থেকে সর্বোচ্চ ৪৫,৪৮০ টাকার মধ্যে।


কীভাবে হবে নিয়োগ


এই রাষ্ট্রায়ত্ত সংস্থায় নিয়োগের জন্য প্রার্থীর একটি লিখিত পরীক্ষা, ট্রেড টেস্ট এবং ইন্টারভিউ নেওয়া হবে। এভাবেই করা হবে নিয়োগ।


প্রার্থীদের আবেদনের জন্য ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে তা সম্পূর্ণরূপে পূরণ করে সংশ্লিষ্ট নথিসহ নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে। নথিতে বা তথ্যে ভুল থাকলে ইন্টারভিউ এবং নথি যাচাইয়ের সময় ধরা পড়লে আবেদন বাতিল হতে পারে প্রার্থীর। এই চাকরি কোনো স্থায়ী চাকরি নয়, বরং চুক্তির ভিত্তিতে এক্ষেত্রে প্রার্থী নিয়োগ করা হবে। ঝাড়খণ্ডের সংস্থার সদর দফতরে ডাকযোগে আবেদন করতে হবে, আবেদনের মূল্য দিতে হবে ৫০০ টাকা। 


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Job News: রেলের এই চাকরির জন্য আবেদন করেছেন? আজই বন্ধ হচ্ছে আবেদনপত্র সংশোধনের সুযোগ


Education Loan Information:

Calculate Education Loan EMI