Union Bank Of India Jobs: ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কাজের (Job News) সুযোগ। সিনিয়র অ্যানালিস্ট পদে লোক নেওয়া হবে। বয়স ৪০ বছরের মধ্যে হলেই এই পদের জন্য আপনি আবেদন করতে পারেন। তবে আবেদনকারীকে একজন দক্ষ সার্টিফায়েড চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে হবে। তবে এই চাকরি কোনও স্থায়ী চাকরি নয়, ইউনিয়ন ব্যাঙ্ক ইন্ডিয়া (Union Bank of India Jobs) চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করবে। দেখে নিন এই পদের জন্য কারা যোগ্য, কীভাবেই বা আবেদন করবেন।
শূন্যপদ
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় সিনিয়র অ্যানালিস্ট (বিজনেস ফিনান্স) পদে ১ জন মাত্র কর্মী নিয়োগ করা হবে।
বেতন কী হবে
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় সিনিয় অ্যানালিস্ট পদে নির্বাচিত হলে প্রার্থীর যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং আরও অন্যান্য কিছু বিষয় পর্যালোচনা করে বেতন দেওয়া হবে। তবে যোগ্য প্রার্থীর জন্য কখনই বেতন নিয়ে সমস্যা হবে না।
কাজের মেয়াদ
এই চাকরি কোনও স্থায়ী চাকরি নয়। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (Union Bank of India Jobs) সিনিয়র অ্যানালিস্ট পদে নিয়োগ হলে প্রার্থীকে ৩ বছরের মেয়াদে কাজ করতে হবে। এই মেয়াদ নির্ভর করছে প্রার্থীর কাজের দক্ষতার উপর। এই কাজের মেয়াদ ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষের ইচ্ছেতে বাড়তেও পারে।
বয়সসীমা
এই ব্যাঙ্কে উপরিলিখিত পদের জন্য আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে ৪০ বছর, সর্বোচ্চ বয়স যেন কখনই ৫০-এর বেশি না হয়।
শিক্ষাগত যোগ্যতা কী দরকার
আবেদনকারী প্রার্থীকে অবশ্যই একজন ICAI স্বীকৃত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে হবে।
কাজের অভিজ্ঞতা
কোনও পাবলিক সেক্টর ব্যাঙ্কে ন্যূনতম ১৫ বছর কাজের (Recruitment News) অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারী প্রার্থীর। এর মধ্যে ৮ বছর কোনও সিনিয়র ম্যানেজমেন্ট পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর।
কীভাবে হবে প্রার্থী নির্বাচন
এক্ষেত্রে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই পদের জন্য কোনও লিখিত পরীক্ষা হবে না। আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।
আবেদন করতে হবে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আর সেই আবেদন করার শেষ দিন এখনও জানানো হয়নি। তবে বিগত ১৪ জুন থেকে এই আবেদন শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন: UPSC Prelims 2024: দেরির জন্য ঢুকতে দেওয়া হয়নি, UPSC পরীক্ষাকেন্দ্রের সামনে কী হল তারপর ?
Education Loan Information:
Calculate Education Loan EMI