UPSC Aspirant Viral Video: গত রবিবার সারা দেশেই ইউপিএসসির প্রিলিমস পরীক্ষা অনুষ্ঠিত হল। আর এই পরীক্ষাকে কেন্দ্র করেই এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী থাকল সমাজমাধ্যম। গুরগাঁওতে এক পরীক্ষাকেন্দ্রে দেরি করে আসার কারণে পরীক্ষাকেন্দ্রেই ঢুকতে দেওয়া হল না পরীক্ষার্থীকে (UPSC Aspirants)। সকাল ৯টার সময় পরীক্ষাকেন্দ্রের গেটে পৌঁছে গিয়েছিলেন সেই ইউপিএসসি পরীক্ষার্থী। কিন্তু তারপরেও গুরগাঁওয়ের সেক্টর ৪৭-এর এসডি আদর্শ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের (UPSC Prelims 2024) প্রিন্সিপাল তাঁকে ঢুকতে দেননি। আর এই ঘটনাতেই ইউপিএসসি পরীক্ষার্থীর মা অজ্ঞান হয়ে পড়েন পরীক্ষাকেন্দ্রের সামনেই। এমনকী তাঁর বাবার চোখেও জল। আর এই ভিডিয়োই সমাজমাধ্যমে এখন ভাইরাল হয়ে পড়েছে। পরীক্ষার্থী কি আদৌ দেরি করে এসেছিলেন ?


সমাজমাধ্যমে জনৈক নেটিজেন এই ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'সকাল সাড়ে ৯টা থেকে ইউপিএসসি প্রিলিমস পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। জনৈক ইউপিএসসি পরীক্ষার্থী গুরগাঁওয়ের পরীক্ষাকেন্দ্রের সামনের গেটে এসে উপস্থিত হন সকাল ৯টার সময়। আর সেই জন্য দেরি হওয়ার কারণে পরীক্ষার্থীকে ঢুকতে দেওয়া হয়নি কেন্দ্রের ভিতরে। গুরগাঁওয়ের সেক্টর ৪৭-এর এসডি আদর্শ বিদ্যালয়ের প্রিন্সিপাল ঢুকতে দেননি পরীক্ষার্থীকে। আর তাই পরীক্ষাকেন্দ্রের সামনেই মেয়ের এই অবস্থা দেখে ভেঙে পড়েন তাঁর বাবা-মা।'



ভিডিয়োতে দেখা যাচ্ছে, পরীক্ষাকেন্দ্রের সামনে বাবার পাশেই মাটিতে বসে আছেন সেই ইউপিএসসি পরীক্ষার্থী। তাঁর বাবার চোখে জল, আর মা জ্ঞান হারিয়েছেন। ইউপিএসসি পরীক্ষার্থী তাঁর বাবাকে সান্ত্বনা দিচ্ছেন এই বলে যে তিনি পরেরবার পরীক্ষা দিয়ে ঠিক পাশ করে যাবেন। এই পরীক্ষা এমন কিছু কঠিন নয় যে তিনি পাশ করতেই পারবেন না। আর এই কথার উত্তরে তাঁর বাবা বলেন যে তাদের একটা গোটা বছর নষ্ট হয়ে গেল। তবে ধৈর্য আর আত্মবিশ্বাস ছিল সেই পরীক্ষার্থীর কন্ঠে, তিনি তাঁর বাবাকে স্পষ্টই বলেন যে সময় চলে গেল ঠিকই, কিন্তু তা বলে আমার বয়স বেড়ে যাবে না।


মেয়ে পরীক্ষা দিতে না পারায় একেবারেই ভেঙে পড়েছিলেন তাঁর বাবা। তবে কিছুক্ষণের মধ্যে নিজেকে সামলে নিয়ে তাঁর স্ত্রী অর্থাৎ পরীক্ষার্থীর অচৈতন্য মাকে তুলে সুস্থ করার চেষ্টা করতে শুরু করেন তারা দুজনে। কিন্তু তাঁর মা কিছুতেই সেই জায়গা ছেড়ে যেতে চাইছিলেন না। ১৬ জুন রবিবার এই ঘটনা ঘটে আর এই ভিডিয়ো পোস্ট করার পরেই ৩.৬ মিলিয়ন ভিউজ আসে।


তবে এই ভিডিয়োর কমেন্টে অনেকেই লিখেছেন যে এখানে প্রিন্সিপাল তাঁর দায়িত্ব পালন করেছেন। নিয়ম সবার জন্য একই। তবে অনেকে লিখেছেন যে, সাড়ে নয়টায় পরীক্ষা হলে অনেক পরীক্ষাকেন্দ্রে ৯টা ২৫ মিনিটেও ঢুকতে দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের। অনেকে লিখেছেন যে আমার হৃদয় আর্দ্র হয়ে উঠছে সেই হতভাগ্য পরীক্ষার্থী এবং তাঁর বাবা-মায়ের জন্য।


আরও পড়ুন: Apple Lawsuit: অ্যাপলের জন্যই বিচ্ছেদ ঘটছে ! মামলা ঠুকলেন স্বামী- ঘটনা কী ?


Education Loan Information:

Calculate Education Loan EMI