Job News:  ভারতীয় রেলে বিপুল নিয়োগ হতে চলেছে আবার। প্রায় ৪২০০টি শূন্যপদে এবার কর্মী নিয়োগ করবে ভারতীয় রেল। মূলত কনস্টেবল এক্সিকিউটিভ পদেই হবে এই নিয়োগ (RRB Recruitment)। বিজ্ঞপ্তি জারি করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। ১৮ থেকে ২৮ বছরের মধ্যে বয়স হলে এবং মাধ্যমিক পাশ করা থাকলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন যে কেউ। আগ্রহী প্রার্থীরা দেখে নিন কীভাবে আবেদন করবেন, কতদিন পর্যন্ত চলবে এই আবেদন প্রক্রিয়া এবং নিয়োগ সংক্রান্ত আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য।


শূন্যপদ


ভারতীয় রেলে কনস্টেবল এক্সিকিউটিভ পদে ৪২০৮ জন কর্মী নিয়োগ (RRB Recruitment) করা হবে বলেই জানা গিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে। ২০২৪ সালে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় রেল।


বয়সসীমা


১৮ বছর থেকে ২৮ বছরের মধ্যে বয়স হলেই আগ্রহী প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। ২৮ বছরের বেশি বয়স হলে তাঁরা এই পদে কাজের জন্য উপযুক্ত নন।


বেতন কী হবে


ভারতীয় রেলে কনস্টেবল এক্সিকিউটিভ পদে নির্বাচিত হলে প্রার্থীর মাসিক বেতন হবে ২১,৭০০ টাকা, লেভেল ৩ বেতন কাঠামো অনুযায়ী।


শিক্ষাগত যোগ্যতা


যে কোনও স্বীকৃত বোর্ড থেকে আগ্রহী প্রার্থীকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে ভারতীয় রেলে কনস্টেবল পদে নিয়োগের জন্য।


কীভাবে হবে প্রার্থী নির্বাচন


মূলত তিনটি ধাপে হবে এই নিয়োগের (RRB Recruitment) জন্য প্রার্থী নির্বাচন। কমিটি প্রথমে একটি কম্পিউটার বেসড টেস্ট নেবে, তারপর হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং সবশেষে ডকুমেন্ট ভেরিফিকেশন বা নথি যাচাই প্রক্রিয়া। এই তিনটি ধাপেই উত্তীর্ণ হলে তবেই নিযুক্ত হবেন প্রার্থীরা।


আবেদনের ফি


এই পদে নিয়োগের জন্য আবেদন করতে গেলে আগ্রহী প্রার্থীকে ৫০০ টাকা জমা দিতে হবে আবেদনের ফি হিসেবে যা শুধু অসংরক্ষিত প্রার্থীদের জন্য। অন্যদিকে SC, ST, EWS বা মহিলা পরীক্ষার্থীদের ক্ষেত্রে জমা দিতে হবে ২৫০ টাকা। এক্ষেত্রে অসংরক্ষিত প্রার্থীদের ৪০০ টাকা পরীক্ষায় বসার পর ফেরত দেওয়া হবে ব্যাঙ্ক চার্জ কেটে। আর অন্যান্যদের ক্ষেত্রে পুরো টাকাটাই তাঁরা ফেরত পাবেন পরীক্ষায় বসার পর।


কতদিন চলবে আবেদন


বিগত ১৫ এপ্রিল থেকে শুরু হয়েছে এই পদের জন্য আবেদন (RRB Recruitment) প্রক্রিয়া। চলবে আগামী ১৪ মে পর্যন্ত। তারপর ১৫ মে থেকে ২৪ মে খুলে যাবে এই পদের আবেদনের কারেকশন উইন্ডো।


কীভাবে আবেদন করবেন


রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই অনলাইনে আগ্রহী প্রার্থীদের এই পদের জন্য আবেদন করতে হবে।


আরও পড়ুন: UPSC Result: বাবা সাফাই কর্মী, আর্থিক সঙ্কট দূরে ঠেলে প্রথম চেষ্টাতেই UPSC-তে নজির মেয়ের


Education Loan Information:

Calculate Education Loan EMI