RRB Technician Recruitment 2024: রেলে চাকরির (Indian Railways) বড় সুযোগ। ৯০০০ পদে হবে নিয়োগ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ৯০০০ টেকনিশিয়ানের (Technician) শূন্যপদে নিয়োগের জন্য নোটিফিকেশন প্রকাশ করেছে। আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে আগামী ৯ মার্চ। আর আবেদন জমা দেওয়া যাবে ৮ এপ্রিল পর্যন্ত। আগ্রহীরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। শূন্যপদ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য আরআরবি- র অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে আগামী ৯ মার্চ। 


কোথায় কত শূন্যপদ


মোট ৯০০০ টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে। এর মধ্যে ১১০০ শূন্যপদ রয়েছে টেকনিশিয়াল গ্রেড ওয়ান সিগন্যালের জন্য। এছাড়াও ৭৯০০ শূন্যপদ রয়েছে টেকনিশিয়াল গ্রেড থ্রি সিগন্যালের জন্য। 


আবেদনকারীদের বয়সে কত হওয়া পর্যন্ত


টেকনিশিয়াল গ্রেড ওয়ান সিগন্যালের জন্য ১৮ থেকে ৩৬ বছর বয়সীরা আবেদন জানাতে পারবেন। অন্যদিকে টেকনিশিয়ান গ্রেড থ্রি সিগন্যালের জন্য ১৮ থেকে ৩৩ বছর বয়সীরা আবেদন জমা দিতে পারবেন। 


কাদের জন্য অ্যাপ্লিকেশন ফি কত ধার্য হয়েছে


তফশিলি জাতি, তফশিলি উপজাতি, অবসরপ্রাপ্ত কর্মচারী, বিশেষভাবে সক্ষম, মহিলা, রূপান্তরকামী, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণি- এইসব ক্যাটেগরির আবেদনকারীদের জন্য অ্যাপ্লিকেশন ফি ২৫০ টাকা ধার্য করা হয়েছে। অন্যান্য আবেদনকারীদের জন্য অ্যাপ্লিকেশন ফি ৫০০ টাকা ধার্য করা হয়েছে। 


আইআরসিটিসি- তে নিয়োগ


ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড অর্থাৎ আইআরসিটিসি-তে এবার কর্মী নিয়োগ হবে। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বা ডেপুটি জেনারেল ম্যানেজার পদে লোক নেওয়া হবে। স্থায়ী চাকরি নয়, নির্দিষ্ট মেয়াদের চুক্তির ভিত্তিতে এই কাজে নিয়োগ হবে। মাত্র একটি পদেই লোক নেওয়া হবে। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বা ডেপুটি জেনারেল ম্যানেজার বা জুনিয়র জেনারেল ম্যানেজার পদে নিয়োগ হবে। মূলত এটি অ্যাডমিন হিসেবে নিয়োগ। এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৫৫ বছরের মধ্যে। মূলত ডেপুটেশনের ভিত্তিতে এই কাজ হবে। কাজের চুক্তি হবে ৩ বছরের জন্য। তবে যতদিন না পর্যন্ত IRCTC নিজে থেকে অব্যাহতি দিচ্ছে, ততদিন কাজ করার সুযোগ পাবেন প্রার্থীরা। এক্ষেত্রে কাজ থেকে আকস্মিক অব্যাহতিও দিতে পারে IRCTC।


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


আরও পড়ুন- ঐতিহাসিক সিদ্ধান্ত, এই প্রথম সিআরপিএফ-বিএসএফ-সিআইএসএফ- এ নিয়োগের পরীক্ষা হবে আঞ্চলিক ভাষায় !


Education Loan Information:

Calculate Education Loan EMI