SBI CBO Recruitment: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) সার্কেল বেসড অফিসার (CBO) নিয়োগের রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মেয়াদ বাড়িয়েছে। আগামী ১৭ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত আবেদন জানাতে পারবেন যোগ্য প্রার্থীরা। এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে। গত ২২ নভেম্বর এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছিল। ৫২৮০টি শূন্যপদে নিয়োগ করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ। প্রথমে ১২ ডিসেম্বর আবেদনের শেষ তারিখ হিসেবে ধার্য হয়েছিল। পরে তা আরও ৫ দিন বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট sbi.co.in এখানে গিয়ে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। 


কারা আবেদন জানাতে পারবেন


আবেদনকারীদের স্নাতক ডিগ্রি থাকতে হবে যে কোনও বিষয়ে। এই ডিগ্রি পেতে হবে অনুমোদন এবং স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে। স্নাতকের সমতুল্য কোনও ডিগ্রি যা কেন্দ্রীয় সরকার দ্বারা অনুমোদিত সেই ডিগ্রি থাকলেও হবে। এর পাশাপাশি মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, চাটার্ড অ্যাকাউন্টেন্সি বা কস্ট অ্যাকাউন্টেসি- সব ক্ষেত্র থেকেই স্টেট ব্যাঙ্কের এই চাকরির জন্য আবেদন জানানো সম্ভব হবে।  ২১ থেকে ৩০ বছরের মধ্যে যাঁদের বয়স (৩১ অক্টোবর, ২০২৩ অনুসারে) তাঁরা আবেদন জানাতে পারবেন। সংরক্ষিত শ্রেণির জন্য বয়সের ছাড় থাকবে। 


দেখে নিন কীভাবে রেজিস্টার করবেন



  • প্রথমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

  • হোমপেজে SBI CBO Recruitment 2023- এই লিঙ্কটি পাবেন, সেখানে ক্লিক করতে হবে।

  • এরপর সমস্ত লগ-ইন ডিটেলস দিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।

  • এবার স্ক্রিনে আপনার সামনে ফর্ম খুলে গেলে তা ভালভাবে পড়ে নিয়ে পূরণ করতে হবে।

  • অ্যাপ্লিকেশন ফর্ম ফিলআপের সঙ্গে সঙ্গে দিতে হবে টাকা অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি।

  •  সবকিছু ভালভাবে পূরণ হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করতে হবে এবং পেজটি ডাউনলোড করে নিতে হবে।

  • নিজের সুবিধার জন্য ফর্ম প্রিন্ট করিয়ে একটা নিজের কাছে রেখে দিন। 

  • অনলাইনে ফর্ম সাবমিটের সময় যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টও দিতে হবে। 


যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া জন্য একটি অনলাইন পরীক্ষা নেওয়া হবে। সেখানে অবজেক্টিব এবং দডেসক্রিপটিভ- দু'ধরনের প্রশ্নই থাকবেন। এরপর হবে স্ক্রিনিং এবং ইন্টারভিউ পর্ব। SBI CBO 2023- এই চাকরি জন্য জেনারেল ক্যাটেগরির ক্ষেত্রে ৭৫০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। তফশিলি, তফশিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষমদের জন্য কোনও অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়নি। 


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y


Education Loan Information:

Calculate Education Loan EMI