SBI Clerk Results: ৫ থেকে ১২ জানুয়ারি আয়োজিত হয়েছিল SBI ক্লার্কশিপের প্রিলিমস পরীক্ষা। জুনিয়র অ্যাসোসিয়েট পদে এই পরীক্ষার ফলাফল প্রকাশ হবে খুব শীঘ্রই। জানুয়ারি মাসের শেষে ধারণা করা হয়েছিল যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই সম্ভবত এই ফলপ্রকাশ হবে। তবে তা হয়নি। এবার জানা যাচ্ছে খুব শীঘ্রই ফলপ্রকাশ হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্লার্ক প্রিলিমস ২০২৪-এর পরীক্ষার। কবে, কীভাবে দেখবেন ফলাফল ?


জানুয়ারি মাসের শুরুতেই যে প্রিলিমস পরীক্ষা আয়োজিত হয়েছিল, তাতে যে সমস্ত পরীক্ষার্থীরা উত্তীর্ণ হবেন কেবলমাত্র তারাই মেনস পরীক্ষায় বসতে পারবেন। জানা গিয়েছে যে, এই ফলপ্রকাশের সঙ্গে সঙ্গে কাট অফ মার্কস এবং মেনস পরীক্ষার তারিখও ঘোষণা করবে SBI। তবে মেনস পরীক্ষার তারিখ ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে, কিন্তু প্রিলিমসের ফল এখনও জানা যায়নি।


মেনস পরীক্ষা কবে হবে ?


আগামী ২৫ ফেব্রুয়ারি এবং ৪ মার্চ তারিখে এই SBI Clerkship-এর মেনস পরীক্ষা হবে, ঘোষণা করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিক্রুটমেন্ট বোর্ড।


কীভাবে ফলাফল দেখবেন ?



  • প্রথমে co.in/web/careers ওয়েবসাইটে যেতে হবে।

  • 'Current Openings' নামের একটা ট্যাব দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন।

  • এই অপশনে ঢুকে নোটিফিকেশন বক্সে Recruitment of Junior Associates (Customer Support & Sales) সংক্রান্ত একটি লিঙ্ক দেখা যাবে। সেই লিঙ্ক খুঁজে পেলে সেখানে ক্লিক করুন।

  • Preliminary Result for SBI Junior Associate অপশনে ক্লিক করতে হবে তারপর। মনে রাখতে হবে, এখন এই লিঙ্কটি নিষ্ক্রিয় থাকবে। কিন্তু ফলাফল প্রকাশ হওয়ার পরেই কেবলমাত্র এই লিঙ্কটি খুলবে।

  • ফলাফল প্রকাশ হলে এই লিঙ্কে গেলে আলাদা একটি পেজ খুলে যাবে যেখানে রেজিস্ট্রেশন নম্বর এবং জন্মতারিখ দিয়ে লগইন করলেই নিজের ফলাফল, র‍্যাঙ্ক দেখা যাবে।


স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে মোট ৮২৮৩টি পদে নিয়োগ করা হবে জুনিয়র অ্যাসোসিয়েট আর তাই সেই পদে নিয়োগের জন্যেই এই ক্লার্কশিপের পরীক্ষা। ২০২৩ সালেও এই পদে নিয়োগ হয়েছে। সে বছর ২ জানুয়ারি প্রকাশ পেয়েছিল SBI ক্লার্কশিপের প্রিলিমসের ফলাফল। কাস্টমার সাপোর্ট ও সেলস বিভাগে এই পদে সেবার মোট ৫০০৮টি শূন্যপদে নিয়গ হয়েছিল। সারা দেশজুড়েই স্টেট ব্যাঙ্কের বিভিন্ন শাখার জন্যেই এই নিয়োগ চলেছে।   


আরও পড়ুন: Indian Bank Job: ইন্ডিয়ান ব্যাঙ্কে অভিজ্ঞ কর্মী নিয়োগ, কীভাবে আবেদন করবেন ?


Education Loan Information:

Calculate Education Loan EMI