State Bank of India: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় প্রবেশনারি অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।  আপনি যদি এই পদে আবেদনের জন্য আগ্রহী হন তাহলে State Bank of India (SBI) এই নিয়োগ সংক্রান্ত অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নিন।

SBI Jobs: গুরুত্বপূর্ণ তারিখ এই পদে আবেদনের জন্য আগ্রহীদের ২২ সেপ্টেম্বর থেকে আবেদন করতে হবে। প্রবেশনারি অফিসার পদে আবেনের ক্ষেত্রে শেষ তারিখ ১২ অক্টোবর রাখা হয়েছে। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইট দেখে নিতে হবে।

SBI Probationary Officer (PO) Vacancy DetailsCategory Regular Backlog TotalSC 240 30 270ST 120 11 131OBC 432 32 464EWS 160 00 160GEN 648 00 648Total 1600 73 1673

PwD Category Vacancy DetailsCategory Regular Backlog TotalVI 16 02 18HI 16 20 36LD 16 05 21d & e 16 23 39

State Bank of India: শিক্ষাগত যোগ্যতাস্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় প্রবেশনারি অফিসার পদে নিয়োগের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের ন্যূনতম স্নাতক হতে হবে। প্রার্থীদের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও বিষয়ে স্নাতক বা কেন্দ্রীয় সরকার কর্তৃক স্বীকৃত সমমানের যোগ্যতা থাকতে হবে। যারা তাদের স্নাতকের শেষ বছর/সেমিস্টারে আছেন তারাও এই শর্ত সাপেক্ষে অস্থায়ীভাবে আবেদন করতে পারবেন।  তবে মনে রাখতে হবে, ইন্টারভিউয়ের জন্য ডাকা হলে, তাদের 31.12.2022 তারিখে বা তার আগে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রমাণপত্র দেখাতে হবে। মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কস্ট অ্যাকাউন্ট্যান্টের মতো যোগ্য প্রার্থীরাও এই পদে আবেদন করতে পারবেন। 

SBI Jobs: আবেদনকারীর বয়সসীমাএই ক্ষেত্রে প্রার্থীর বয়সসীমা ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। এই বিষয়ে আবেদনকারীদের বিশদে জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।

নিম্নলিখিত ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থীর নির্বাচন করা হবে Phase-I: Preliminary Examination. Phase-II: Main Examination. Phase-III: Psychometric Test (Group Exercise and Interview)

স্টেট ব্যাঙ্কের এই চাকরি ছাড়া রাজ্যে প্রচুর অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে এই জেলায়। আগ্রহী চাকরিপ্রার্থীরা চাইলে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন। মনে রাখবেন, এই পদে আবেদনের শেষ তারিখ ১৫ অক্টোবর রাখা হয়েছে।

Jobs In Hooghly: কোথায় কত পদে চাকরি ?রাজ্যের হুগলি জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। সব মিলিয়ে এই পদগুলিতে মোট ৫২৫ জনকে নিয়োগ করা হবে।

আরও পড়ুন : Jobs In Hooghly: ৫২৫ জন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, অক্টোবরে আবেদনের শেষ তারিখ


Education Loan Information:

Calculate Education Loan EMI