Recruitment News: স্টেট ব্যাঙ্ক দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। বছরের বিভিন্ন সময় এই ব্যাঙ্কে বিভিন্ন শাখায় নিয়োগ প্রক্রিয়া চলতেই থাকে। বিগত ৭ জুন এই ব্যাঙ্কেই একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছিল। ১৫০টি শূন্যপদে স্টেট ব্যাঙ্কে (SBI Recruitment) লোক নেওয়া হবে। হাতে আর বেশি সময় নেই। আবেওদনে আগ্রহী হলে চটজলদি দেখে নিন কোথায় হবে এই চাকরির (Recruitment News) পোস্টিং, আর কীভাবে আবেদন করতে হবে, শিক্ষাগত যোগ্যতাই বা কী লাগবে ?


শূন্যপদ


স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ১৫০ শূন্যপদে ট্রেড ফিনান্স অফিসার হিসেবে স্পেশালিস্ট ক্যাডার নিয়োগ করা হবে। মিডল ম্যানেজমেন্ট স্কেলের গ্রেড ২-এর স্তরে হবে পোস্টিং। কলকাতা ও হায়দরাবাদে হবে নির্বাচিত প্রার্থীর পোস্টিং। এই ১৫০টি শূন্যপদের (SBI Recruitment) মধ্যে অসংরক্ষিতদের জন্য রয়েছে ৬১টি আসন, SC-STদের জন্য আছে যথাক্রমে ২৫টি ও ১১টি আসন এবং ওবিসি ও ইডব্লিউএস প্রার্থীদের জন্য রয়েছে ৩৮ ও ১৫টি আসন।


কীভাবে প্রার্থী নির্বাচন হবে


অনলাইনে করতে হবে এই পদের জন্য আবেদন, আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে শর্টলিস্টেড প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউর জন্য। এই ইন্টারভিউর মাধ্যমেই হবে চূড়ান্ত প্রার্থী নির্বাচন।


শিক্ষাগত যোগ্যতা কী লাগবে


যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীকে IIBF-এর অধীনে ফরেক্স সার্টিফিকেট থাকতে হবে। এছাড়া কোনও প্রার্থীর সিডিসিএস সার্টিফিকেশন থাকলে তিনি অগ্রাধিকার পাবেন।


কী অভিজ্ঞতা লাগবে


কোনও বাণিজ্যিক ব্যাঙ্কে ট্রেড ফিনান্স প্রসেসিং বিভাগে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর।


বেতন কী হবে


এই কাজ আদপেই একটি স্থায়ী চাকরি। প্রথমে ৬ মাসের প্রবেশন পিরিয়ডে নিয়োগ করা হবে প্রার্থীদের। নির্বাচিত প্রার্থী মাসিক ৪৮১৭০ টাকা থেকে ৬৯৮১০ টাকা পর্যন্ত বেতন পাবেন। এছাড়া DA, HRA, CCA, PF, Medical Facility ইত্যাদি সুবিধাও পাবেন সেই কর্মী।


কীভাবে আবেদন করবেন


আগ্রহী প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করে ৭৫০ টাকা আবেদনের ফি জমা দিতে হবে। আবেদন শুরু হয়েছে বিগত ৭ জুন থেকে, চলবে আগামী ২৭ জুন পর্যন্ত। ফলে হাতে আর বেশি সময় নেই।


আরও পড়ুন: NEET-UG Retest : সুপ্রিম কোর্টের নির্দেশ পুনরায় ১৫৬৩ জনের NEET-UG পরীক্ষা, এড়ালেন ৪৮ শতাংশ পড়ুয়াই : NTA


Education Loan Information:

Calculate Education Loan EMI