Job News: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ফের নিয়োগ শুরু হল। একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে ব্যাঙ্কের পক্ষ থেকে। এবারে আরও কিছু কিছু পদের জন্য নিয়োগ করা হবে। নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে (SBI SCO Recruitment 2024) গিয়ে এই পদের জন্য আগ্রহী প্রার্থীরা (Recruitment News) আবেদন করতে পারেন। আগামী ২৪ জুলাইয়ের মধ্যেই করতে হবে আবেদন। দেখে নিন কোন কোন পদে হবে এই নিয়োগ, কীভাবেই বা করবেন আবেদন।


এই চাকরির সম্পূর্ণ তথ্য ও শূন্যপদ


স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে মোট ১৬টি শূন্যপদে লোক নেওয়া হবে। এর মধ্যে রয়েছে ভাইস প্রেসিডেন্ট এবং ম্যানেজার সমতুল পদ। এই নিয়োগের মাধ্যমে ২ জন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (IS Auditor), ৩ জন সহকারী ভাইস প্রেসিডেন্ট (IS Auditor), ৪ জন ম্যানেজার (IS Auditor) এবং ৭ জন ডেপুটি ম্যানেজার নেওয়া হবে। সবই অডিটর গোত্রের পদ।


কারা আবেদন করতে পারবেন


যে সমস্ত ব্যক্তি এই পদের জন্য আবেদন (SBI SCO Recruitment 2024) করতে চান তাদের অবশ্যই ইনফর্মেশন টেকনোলজি বা কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্সে বি.ই কিংবা বি.টেক ডিগ্রি থাকতে হবে। এটিই এই পদগুলির জন্য আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা। তবে প্রার্থীদের কাজের অভিজ্ঞতাও থাকা দরকার। তবে আরও বিস্তারিত তথ্য জানতে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি পড়তে হবে প্রার্থীকে।


কীভাবে হবে প্রার্থী নির্বাচন


আবেদন থেকে শর্টলিস্ট করার পরে প্রার্থীদের চুক্তির (SBI SCO Recruitment 2024) ভিত্তিতে কাজে নেওয়া হবে। এর সঙ্গে ইন্টারভিউ এবং সিটিসি নিয়ে আলোচনাও করে নেওয়া হবে। এই ইন্টারভিউতে রয়েছে ১০০ নম্বর। ইন্টারভিউতে পাশ করলে তবেই মিলবে চাকরি। ইন্টারভিউর আগে একটি তালিকা বেরোলেও চূড়ান্ত তালিকা বেরোবে ইন্টারভিউর পরে।


আবেদনের ফি কত


এই পদে আবেদন করার জন্য অসংরক্ষিত, ই-ডব্লিউএস বা ওবিসি প্রার্থীদের ৭৫০ টাকা জমা দিতে হবে আবেদনের ফি হিসেবে। তবে বাকি সংরক্ষিত প্রার্থীদের জন্য কোনও আবেদনের মূল্য রাখা হয়নি। অনলাইনেই দিতে হবে এই আবেদনের ফি।    


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Recruitment News: সৈনিক স্কুলে শিক্ষক নিয়োগ, ২২ জুলাইয়ের মধ্যেই করতে হবে আবেদন- শূন্যপদ কত ?


Education Loan Information:

Calculate Education Loan EMI