Railway Jobs: দক্ষিণ পূর্ব রেলওয়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শিক্ষানবিশ হিসেবে লোক নেওয়া হবে এই সংস্থায়। আরআরসি সাউথ ইস্টার্ন রেলওয়ের (Railway Jobs) অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনেই আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন। মোট ১৭৮৫ শূন্যপদে এই নিয়োগ করা হবে। মূলত দুটি ওয়েবসাইট (Job News) থেকে এই আবেদন করা যাবে যার মধ্যে প্রথমটি হল www.rrcser.co.in এবং অন্যটি হল www.iroams.com/RRCSER24/। এই আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে নিন একনজরে।
২৮ নভেম্বর থেকেই এই নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে করে ফেলতে হবে আবেদন। কী কী যোগ্যতা থাকা দরকার আবেদনের জন্য ?
আবেদনের যোগ্যতা
যে সমস্ত প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে চাইছেন, তাদের অবশ্যই মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। এছাড়াও কোনো স্বীকৃত এনসিভিটি বা এসসিভিটি থেকে আইটিআই পাশ সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা
আবেদনকারী আগ্রহী প্রার্থীদের বয়স যেন ১৫ বছরের বেশি হয় এবং ২৪ বছরের কম হয়। ২০২৫ সালের ১ জানুয়ারির হিসেবে এই বয়স গণনা করা হবে। এক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে বা জন্মের শংসাপত্রে যে জন্মতারিখ উল্লিখিত আছে সেটিই ধার্য হবে।
কীভাবে হবে প্রার্থী নির্বাচন
যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন তাদের মধ্যে ট্রেড ভিত্তিক নম্বর অনুযায়ী মেধা তালিকা প্রস্তুত করা হবে আলাদা করে। প্রত্যেক ট্রেডের মেধা তালিকা মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে প্রস্তুত করা হবে। কোনও নির্দিষ্ট বিষয় বা বিষয়গুচ্ছের উপর এই নম্বর নির্ভর করবে না।
আবেদনের ফি
দক্ষিণ পূর্ব রেলওয়েতে শিক্ষানবিশ হিসেবে যোগ দেওয়ার জন্য আবেদন ফি জমা করতে হবে ১০০ টাকা। তবে সংরক্ষিত সম্প্রদায়ের প্রার্থীদের জন্য কোনো আবেদন ফি দিতে হবে না।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Railway Recruitment: ১৮,৭৯৯ পদের জন্য ২২.৫ লক্ষ পরীক্ষার্থী ! রেলের এই নিয়োগে আবেদনকারীর ভিড় তুঙ্গে
Education Loan Information:
Calculate Education Loan EMI