SSC MTS Havaldar Recruitment 2025: স্টাফ সিলেকশন কমিশনের মাল্টি টাস্কিং (নন টেকনিক্যাল) এবং হাবিলদার (সিবিআইসি এবং সিবিএন) পরীক্ষার জন্য আবেদনের দিন খুব তারিখ দ্রুত শেষ হতে চলছে। এসএসটি এমটিএস ২০২৫- এর মাধ্যমে এই নিয়োগ হবে। যোগ্য প্রার্থীরা, এসএসসি এমটিএস, হাবিলদার পরীক্ষার জন্য ssc.gov.in- এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আগামী ২৪ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। এই নিয়োগের পরীক্ষার মাধ্যমে স্টাফ সিলেকশন অর্থাৎ এসএসসি কর্তৃপক্ষ ১০৭৫ জন হাবিলদারের শূন্যপদে নিয়োগ করতে চলেছে। অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার উইন্ডো বন্ধ হতে চলেছে ২৫ জুলাই। অ্যাপ্লিকেশন ফর্মে সংশোধন করার সময় থাকছে ২৯ থেকে ৩১ জুলাই পর্যন্ত। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে। SSC MTS and Havaldar Computer-Based examination হতে চলেছে ২০ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবরের মধ্যে।

আবেদনকারীদের যোগ্যতা (শিক্ষাগত এবং বয়স) 

আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে ১ অগস্ট, ২০২৫ অনুসারে। এমটিএস পদে আবেদনের জন্য এই বয়স প্রয়োজন আবেদনকারীদের। অন্যদিকে হাবিলদার এবং কয়েকটি এমটিএস পদের জন্য আবেদন করতে চাইলে আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হজতে হবে। সংরক্ষিত শ্রেণির আবেদনকারীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় থাকবে। 

এই চাকরির জন্য যাঁরা আবেদন করতে চাইছেন, তাঁদের অতি অবশ্যই দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। কিংবা সমতুল্য কোনও পরীক্ষায় পাশ করতে হবে। আর সেটা হতে হবে ১ অগস্ট ২০২৫ অনুসারে। সব আবেদনকারীর জন্য ১০০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। মহিলা, তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম, অবসরপ্রাপ্ত কর্মচারীদের কোনও অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না। 

SSC MTS পরীক্ষা কম্পিউটার বেসড হতে চলেছে হাবিলদার পদের জন্য। এরপর হবে ফিজিকাল এফিশিয়েন্সি টেস্ট/ফিজিকাল স্ট্যান্ডার্ড টেস্ট। হিন্দি এবং ইংরেজি ছাড়াও ১৩টি স্থানীয় ভাষায় পরীক্ষা হবে। অহমিয়া, বাংলা, গুজরাতি, কন্নড়, কোঙ্কনি, মালয়ালম, মণিপুরী, মারাঠি, ওড়িয়া, পঞ্জাবি, তামিল, তেলুগু এবং উর্দুতে পরীক্ষা দেওয়া যাবে। 

অন্যদিকে, স্টাফ সিলেকশন কমিশন (Staff Selection Commission) অর্থাৎ এসএসসি (SSC) - র জুনিয়র ইঞ্জিনিয়ার (JE) পদে নিয়োগের জন্য আবেদন করার শেষ দিন আজই। সিভিল, মেকানিকাল, ইলেকট্রিকাল- তিনটি বিভাগে থেকেই হবে নিয়োগ। SSC JE 2025 পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ আজ অর্থাৎ ২১ জুলাই, ২০২৫। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


Education Loan Information:

Calculate Education Loan EMI