St. Xavier's College Recruitment: কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে অধ্যাপক নিয়োগ হবে। অধ্যাপনা করতে চান যে সমস্ত আগ্রহী প্রার্থী, তাঁদের জন্য সুখবর। অধ্যাপনার সুযোগ রয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজে। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কলেজের তরফ থেকে। সেন্ট জেভিয়ার্স কলেজের একটি বিভাগের জন্য অধ্যাপক নিয়োগ (St. Xavier's College Recruitment) করা হবে। কোন বিভাগে হবে নিয়োগ, কত বেতন, কীভাবেই বা আবেদন করবেন দেখে নিন বিস্তারিত।


এই পদের জন্য আগ্রহী প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করবে সেন্ট জেভিয়ার্স কলেজ। একটিমাত্র শূন্যপদে হবে এই নিয়োগ, তাও শুধুমাত্র কমার্স বা বাণিজ্য বিভাগে পড়ানোর জন্য।


সেন্ট জেভিয়ার্স কলেজের মর্নিং সেকশনে বাণিজ্য বিভাগে পড়ানোর (St. Xavier's College Recruitment) জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থী যারা এই পদের জন্য আবেদন করতে চান, তাঁদের বয়স হতে হবে ৩৭ বছরের মধ্যে। এর উপর বয়স হলে প্রার্থীরা অযোগ্য বলে বিবেচিত হবেন। তবে বয়সের ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীদের জন্য বিশেষ ছাড় থাকবে বলেই জানানো হয়েছে। SC/ ST/ PwD প্রার্থীদের জন্য ৫ বছর এবং ওবিসি প্রার্থীদের জন্য ৩ বছরের ছাড় রয়েছে এই কলেজে আবেদনের ক্ষেত্রে।


এই পদে নিযুক্ত হলে প্রার্থী কত বেতন পাবেন, সে সম্পর্কে যদিও কিছুই বলা হয়নি নিয়োগের বিজ্ঞপ্তিতে। তবে আশা করা যায়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে অন্যান্য ক্ষেত্রে এই কলেজে নিযুক্ত প্রার্থীরা যে বেতন পান, সেই কাঠামোই (St. Xavier's College Recruitment) বহাল থাকবে। শিক্ষাগত যোগ্যতা মধ্যে রয়েছে, প্রার্থীকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাশ করতে হবে, নেট বা সেট পাশ অথবা পিএইচডি ডিগ্রি থাকতে হবে, শিক্ষা-সহায়ক কার্যক্রমে দক্ষতা থাকলে তা অগ্রাধিকার দেওয়া হবে।


আবেদনপত্র পাঠাতে হবে সেন্ট জেভিয়ার্স কলেজের প্রিন্সিপালকে উদ্দেশ্য করে এবং এর সঙ্গে একটি ২০০০ টাকার ডিমান্ড ড্রাফটও পাঠাতে হবে। সেন্ট জেভিয়ার্স কলেজের নামে হতে হবে এই ডিমান্ড ড্রাফট। বলা হয়েছে, এটিই আদপে নিয়োগের (St. Xavier's College Recruitment) জন্য আবেদনের ফি। আগামী ১১ মে তারিখের মধ্যে নির্দিষ্ট দফতরে পাঠাতে হবে আবেদনপত্র।


আরও পড়ুন: WB HS Result 2024: কাল উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, রেজাল্ট জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে


Education Loan Information:

Calculate Education Loan EMI