Success Story: ২১ বছরে বিনা কোচিংয়েই UPSC জয়, সারা দেশে ১৩ র‍্যাঙ্ক করেও IAS বা IPS হননি এই তরুণী

IFS Vidushi Singh: এক সাক্ষাৎকারে বিদূষী বলেন, তাঁর দাদু-ঠাকুমা দুজনেই চাইতেন যাতে তিনি বড় হয়ে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দেন। তাঁর কাছে যে কোনও পদের থেকেও বেশি গুরুত্বপূর্ণ তাঁর দাদু-ঠাকুমার ইচ্ছে।

Continues below advertisement

IFS Vidushi Singh: মাত্র ২১ বছর বয়সেই বিনা কোচিংয়ে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সারা দেশের মধ্যে ১৩ র‍্যাঙ্ক করেছিলেন এই তরুণী। তাও আবার প্রথমবারের চেষ্টাতেই (Success Story) সফল হন তিনি। আর এভাবেই নয়া ইতিহাস রচনা করেন বিদূষী সিং (IFS Vidushi Singh)। তবে ইউপিএসসি পরীক্ষায় এরকম ভাল র‍্যাঙ্ক করে বেশিরভাগ ক্ষেত্রেই প্রার্থীরা আইএএস কিংবা আইপিএস হওয়ার পথ বেছে নেন। তাঁর বদলে বিদূষী বেছে নেন ইন্ডিয়ান ফরেন সার্ভিসকে (UPSC Exam)। তাঁর ঠাকুরদাদা ও ঠাকুমার স্বপ্ন ছিল তিনি এই পেশাকে বেছে নেবেন আর সেই স্বপ্ন পূরণ করলেন বিদূষী।

Continues below advertisement

নিজে বাড়িতে পড়েই সফল হয়েছেন বিদূষী

রাজস্থানের যোধপুরে জন্ম হয় বিদূষী সিংয়ের, তবে তাঁর বেড়ে ওঠা অনেকটাই উত্তরপ্রদেশের অযোধ্যায়। ২০২১ সালে দিল্লির শ্রীরাম কলেজ অফ কমার্স থেকে অর্থনীতিতে স্নাতক উত্তীর্ণ হওয়ার পরে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন বিদুষী। কলেজে পড়ার সময় থেকেই ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন বিদূষী। কোনও কোচিংয়ে ভর্তি না হয়ে বরং নিজে বাড়িতে পড়েই প্রস্তুতি নিচ্ছিলেন বিদূষী। তবে ইউপিএসসি পরীক্ষার ক্ষেত্রে ঐচ্ছিক বিষয় বেছে নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যায় পড়েছিলেন বিদূষী।

প্রাথমিক স্তরের বইয়ের সাহায্যেই প্রস্তুতি

বিদূষী পরে এক সাক্ষাৎকারে সংবাদমাধ্যমে জানিয়েছেন, স্নাতক পড়ার সময়েই এনসিআরটি এবং আরও অন্যান্য প্রাথমিক স্তরের বইপত্র পড়েই ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির ভিত্তি তৈরি করেছিলেন। তিনি তাঁর স্নাতকের বিষয় অর্থনীতিকেই ঐচ্ছিক বিষয় হিসেবে বেছে নিয়েছিলেন। আর তাতেই মাত্র ২১ বছর বয়সে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সারা দেশের মধ্যে ১৩ র‍্যাঙ্ক অর্জন করেন। তিনি মনে করেন কোচিংয়ে যে যে বিষয় যেভাবে পড়ানো হয়, তা সবই অনলাইনে পাওয়া যায় এবং কিছু প্রাথমিক স্তরের বইতে পাওয়া যায়।

দাদু-ঠাকুমার স্বপ্নপূরণ করেন বিদূষী

এক সাক্ষাৎকারে বিদূষী বলেন, তাঁর দাদু-ঠাকুমা দুজনেই চাইতেন যাতে তিনি বড় হয়ে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দেন। তাঁর কাছে যে কোনও পদের থেকেও বেশি গুরুত্বপূর্ণ তাঁর দাদু-ঠাকুমার ইচ্ছে। আর তাই আইএএস কিংবা আইপিএস হওয়ার বদলে আইএফএস অফিসার হওয়ার কথাই মনস্থির করেন বিদূষী। ইউপিএসসি পরীক্ষা নিয়ে বিদূষী বলেন, টেস্ট সিরিজ, মক-টেস্ট আর সেলফ স্টাডি এগুলিই হল সাফল্যের অন্যতম পদ্ধতি। নিজেরা যদি সৎ থেকে পড়াশোনা করা যায়, কোনও কোচিং ছাড়াই এই পরীক্ষা পাশ করা যায়।

আরও পড়ুন: GNM Result 2024: নার্সিংয়ের প্রবেশিকার ফলাফল প্রকাশ্যে, কীভাবে পাবেন ANM-GNM-এর র‍্যাঙ্ক কার্ড ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

Continues below advertisement
Sponsored Links by Taboola