WBJEE ANM & GNM Result: পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড অর্থাৎ WBJEEB সম্প্রতি নার্সিংয়ের প্রবেশিকা পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এএনএম এবং জিএনএম পরীক্ষার এই বছরের সম্পূর্ণ মেধাতালিকাও প্রকাশিত (ANM GNM Results 2024) হয়েছে। ২৪ সেপ্টেম্বর অর্থাৎ আজ মঙ্গলবার এই ফলাফল প্রকাশ পেয়েছে এবং রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইট থেকে সহজেই এই পরীক্ষার র‍্যাঙ্ক কার্ড ডাউনলোড করে নেওয়া যাবে। ফলাফল দেখা এবং র‍্যাঙ্ক কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে যেতে হবে wbjeeb.in এবং wbjeeb.nic.in ওয়েবসাইটে।


অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি বেসরকারি নার্সিং কলেজে এএনএম ও জিএনএম কোর্সে ভর্তির জন্য ফলাফল প্রকাশ পেয়েছে ২৪ সেপ্টেম্বর। আজ মঙ্গলবার থেকেই wbjeeb.in এবং wbjeeb.nic.in ওয়েবসাইট থেকে র‍্যাঙ্ক কার্ড ডাউনলোড করা যাবে।


এই র‍্যাঙ্ক কার্ড ডাউনলোড করার মাধ্যমেই পরীক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পারবেন, মেধা তালিকায় তাদের কোথায় নাম আছে তাও দেখাতে পারবেন এবং এই স্কোরের উপরেই নার্সিং কলেজে ভর্তির সুযোগ পাবেন তারা।


WBJEEB-এর অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.in এবং wbjeeb.nic.in-এ প্রথমেই পরীক্ষার্থীদের যেতে হবে।


হোমপেজে দেখা যাবে একটি ট্যাব WBJEE ANM & GNM Result 2024 যেখানে ক্লিক করতে হবে।


এরপরে একটি নতুন পেজ খুলে যাবে যেখানে পরীক্ষার্থীদের নিজেদের লগ ইন তথ্য দিতে হবে।


এরপরে সমস্ত তথ্য বসানোর পরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে পরীক্ষার্থীদের, এরপরেই রেজাল্ট আপনি দেখতে পাবেন স্ক্রিনে।


রেজাল্টে ক্লিক করে সেখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে।


এই র‍্যাঙ্ক কার্ডের একটি প্রিন্ট আউট বা হার্ডকপি নিয়ে রাখতে হবে পরীক্ষার্থীদের।


বিগত ৪ অগাস্ট ২০২৪ সারা রাজ্যেই আয়োজিত হয়েছিল এই নার্সিংয়ের প্রবেশিকা পরীক্ষা। দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত হয়েছিল এই পরীক্ষা। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড মূলত সাধারণ প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে পরীক্ষার্থীদের স্কোরের উপর ভিত্তি করে মেধাতালিকা প্রকাশ করে। জনসমক্ষে এই মেধাতালিকা প্রকাশ করে না বোর্ড, পরীক্ষার্থীরা নিজেদের লগ ইন তথ্য দিয়ে এই র‍্যাঙ্ক দেখতে পারেন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।



Education Loan Information:

Calculate Education Loan EMI