Success Story: দেশের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা UPSC উত্তীর্ণ হয়ে অনেকেই চান IPS, IFS বা IAS হতে। কিন্তু সেই প্রয়াসে সকলে যে সমানভাবে সফল হন, তা নয়। আবার কেউ কেউ ব্যতিক্রমী প্রতিভায় প্রথমবারেই এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সফল আইএএস বা আইপিএস (IPS Success Story) হয়ে ওঠেন। আর এমনই ব্যতিক্রমী নজির গড়েছেন ওড়িশার কাম্য মিশ্র (Kamyaa Mishra)। মাত্র ২২ বছরেই সফল আইপিএস হয়ে দেশের মধ্যে নজির গড়েছেন তিনি। কীভাবে সাফল্য পেলেন কাম্য ? কী ছিল তাঁর সাফল্যের আড়ালের কৌশল ?
ওড়িশায় বড় হয়েছেন কাম্য। ছোটবেলা থেকেই খুবই মেধাবী ছিলেন কাম্য (Kamyaa Mishra)। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৯৮.৬ শতাংশ নম্বর পেয়ে তাঁর জেলার মধ্যে শীর্ষস্থান অর্জন করেন কাম্য।তারপর দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে শ্রীরাম কলেজে ভর্তি হন তিনি। আর এই সময় থেকেই স্নাতকের পড়াশোনার পাশাপাশি তিনি ঠিক করেন যে ইউপিএসসি পরীক্ষা দেবেন আর সেই জন্য মন দিয়ে এই পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন তিনি।
অন্য বহু ছাত্র-ছাত্রী একাধিকবার পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেন না UPSC পরীক্ষায়। সেখানে ওড়িশার কাম্য মিশ্র মাত্র একবার পরীক্ষা দিয়েই, বলা ভাল প্রথমবার পরীক্ষা (IPS Success Story) দিয়েই এই কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করেন। উত্তীর্ণ হন UPSC। ২০১৯ সালে এই পরীক্ষায় উত্তীর্ন হয়ে সারা দেশের মধ্যে ১৭২ র্যাঙ্ক অর্জন করেন।
মাত্র ২২ বছর বয়সেই তিনি UPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। আর তারপরই সফল IPS হয়ে ওঠেন কাম্য মিশ্র। প্রথমে তাঁকে হিমাচল প্রদেশের ক্যাডারে নিযুক্ত হন কাম্য (Kamyaa Mishra), তারপর তাঁকে পাঠান হয় বিহার ক্যাডারে। ২০২১ সালে বিহার ক্যাডারেরই অবধীশ সরোজ নামের আরেক আইপিএস (IPS Success Story) অফিসারকে বিবাহ করেন কাম্য মিশ্র। উদয়পুরে তাঁদের বিবাহ সম্পন্ন হয়। এ প্রসঙ্গে উল্লেখ্য যে অবধীশ আইআইটি বম্বে থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করলেও UPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সফল IPS হয়ে উঠেছেন। আর দুই IPS এরপরে গাঁটছড়া বাঁধেন।
এর আগে একুশ বছর বয়সে UPSC পরীক্ষায় পাশ করে নজির গড়েছিলেন IAS আনসার শেখ। ২০১৬ সালে তিনি পরীক্ষা দিয়েছিলেন আর প্রথম পরীক্ষাতেই উত্তীর্ণ হন UPSC। পুরুষ প্রার্থীদের মধ্যে দেশের কনিষ্ঠতম IAS অফিসার হিসেবে নাম উঠে আসে আনসার শেখের। অন্যদিকে মহিলা প্রার্থী হিসেবে মাত্র ২২ বছরেই ব্যতিক্রমী নজির গড়েছেন কাম্য মিশ্র।
আরও পড়ুন: IAS Success Story: বাবা অটো চালাতেন, সংসারে অভাব- প্রবল কষ্ট পেরিয়েও একুশেই IAS আনসার শেখ
Education Loan Information:
Calculate Education Loan EMI