নয়াদিল্লি: ইন্ডিয়ান অয়েলে চাকরির সুযোগ ! ট্রেড ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদে হবে নিয়োগ। প্রায় ২ হাজার পদে নিয়োগের ঘোষণা করেছে Indian Oil Corporation Limited (IOCL)। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা ১২ নভেম্বরের মধ্যে করতে পারবেন আবেদন।


কোন কোন পদে হবে এই নিয়োগ ?
ট্রেড অ্যাপ্রেন্টিস
– অ্যাটেন্ড্যান্ট অপারেটর (কেমিক্যাল প্লান্ট)
– ফিটার (মেকানিক্যাল)
– বয়লাল (মেকানিক্যাল)
– সেক্রেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট
– অ্যাকাউন্ট্যান্ট 
– ডেটা এন্ট্রি অপারেটর 


টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস
– কেমিক্যাল
– মেকানিক্যাল
– ইলেকট্রিক্যাল
– ইনস্ট্রুমেন্টেশন


ইন্ডিয়ান অয়েল কর্পোরেশেনের রিফাইনারি ডিভিশনে সব মিলিয়ে ১৯৬৮ জনকে নিয়োগ করবে কোম্পানি। দেশের বিভিন্ন জায়গায় হবে এই নিয়োগ। আবেদনকারীরা গুয়াহাটি, ডিগবয়, বঙাইগাঁও (এই তিন জায়গা অসমে), বারাউনি (বিহার), বরোদা (গুজরাত), হলদিয়া (পশ্চিমবঙ্গ), মথুরা (উত্তরপ্রদেশ), পানিপথ (হরিয়ানা), পারাদ্বীপ (ওড়িশা)যেকোনও জায়গায় আবেদন করতে পারবেন। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট https://iocl.com-এ আবেদন করতে পারবেন।


শিক্ষাগত যোগ্যতা: ট্রেড অ্যাপ্রেন্টিস পদে আবেদনের জন্য নির্দিষ্ট পদে আইটিআই পাশের যোগ্যতা থাকতে হবে চাকরিপ্রার্থীর। পাশাপাশি নির্দিষ্ট টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট ডিপ্লোমা বা ডিগ্রি হোল্ডার হতে হবে আবেদনকারীকে।


বয়স সীমা: এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স ১৮-২৪ বছরের মধ্যে হতে হবে। তবে SC/ST-র ক্ষেত্রে ৫ বছর ও OBC-দের ক্ষেত্রে ৩ বছরের ছাড় দেওয়া হয়েছে।


কীভাবে হবে প্রার্থী বাছাই ?
এই পদে আবেদনকারীদের লিখিত পরীক্ষার মুখোমুখি হতে হবে। সেই পরীক্ষার নম্বরের ভিত্তিতেই হবে নিয়োগ। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন পেপারে ২ ঘণ্টার পরীক্ষা নেবে কর্তৃপক্ষ। পরবর্তীকালে ইন্টারভিউয়ের মাধ্যমে হবে এই নিয়োগ। পরীক্ষার তারিখ ও ইন্টারভিউয়ের দিন সম্পর্কে অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেবে ইন্ডিয়ান অয়েল। 


কীভাবে আবেদন করবেন চাকরির জন্য ?
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের অনলাইনে https://iocl.com ওয়েবসাইটে আবেদন করতে হবে। ২২ অক্টোবর থেকে শুরু হয়েছে এই আবেদনের প্রক্রিয়া। আগামী ১২ নভেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ। এই সাইটে রেজিস্ট্রেশন করার পর একটা সিস্টেম জেনারেটেড স্লিপ আসবে। তা ডাউনলোড করে প্রিন্টআউট রাখতে হবে নিজের কাছে।
Official website of Indian Oil Corporation Limited (IOCL) — https://iocl.com 


আরও পড়ুন: West Bengal Food & Supply Jobs: রাজ্যে খাদ্য দফতরে চাকরির সুযোগ, এই যোগ্যতা আছে কি ?


আরও পড়ুন: IAS Success Story: নিজের বিশ্লেষণ করতে হবে নিজেকেই, ছোট্ট গ্রামের পরিচয় এখন মমতাতেই


আরও পড়ুন: IBPS PO Recruitment 2021: চার হাজারের বেশি পদ খালি, এই যোগ্যতা থাকলেই করুন আবেদন


আরও পড়ুন:  SBI PO Recruitment 2021: প্রচুর পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক, ২৫ অক্টোবর আবেদনের শেষ তারিখ


Education Loan Information:

Calculate Education Loan EMI