নয়াদিল্লি: রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের হাওড়া ডিস্ট্রিক্ট কন্ট্রোলারে ডেটা এন্ট্রি ও কম্পিউটার অপারেটার নিয়োগ হবে। চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করবে কর্তৃপক্ষ। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।


রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের তরফে জানানো হয়েছে, সব মিলিয়ে ২০ জনকে নিয়োগ করবে কর্তৃপক্ষ। এর মধ্যে ডেটা এন্ট্রি অপারেটর পদে নেওয়া হবে ১৮ জনকে। বাকি ২টি পদে কম্পিউটার অপারেটর নিয়োগ হবে। এই বিষয়ে বিশদে জানতে রাজ্যে সরকারের অফিশিয়াল সাইটে যোগাযোগ করতে হবে চাকরিপ্রার্থীদের। চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ। 


কোন পদে কত নিয়োগ
ডেটা এন্ট্রি অপারেটর- ১৮ জন
কম্পিউটার অপারেটর-২ জন


শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে অবশ্যই স্নাতক হতে হবে। সঙ্গে কম্পিউটার জ্ঞান থাকা আবশ্যক।


কীভাবে হবে প্রার্থী বাছাই ?
আবেদনকারীর যোগ্যতার ভিত্তিতেই হবে এই নিয়োগ।এই বিষয়ে চাকরিপ্রার্থীদের পরীক্ষা নেবে কর্তৃপক্ষ। আগামী ১২ নভেম্বর হতে পারে সেই পরীক্ষা। তবে এই বিষয়ে এখনও নিশ্চিত কিছু বলা হয়নি। এই বিষয়ে বিশদে জানতে হাওড়া জেলা পরিষদের অফিশিয়াল সাইটে লক্ষ্য রাখতে হবে আবেদনকারীদের।এখানেই http://www.howrahzilaparishad.in পরীক্ষার যাবতীয় তারিখ, স্থান সম্পর্কে জানিয়ে দেওয়া হবে।


কীভাবে আবেদন করবেন ?
ইচ্ছুক চাকরিপ্রার্থীদের উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে http://www.howrahzilaparishad.in-এ আগামী ২৯ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। সেখানকার রেজিস্ট্রেশন স্লিপের প্রিন্ট আউট নিজের কাছে রাখতে হবে চাকরিপ্রার্থীকে। 


Official website of West Bengal Food & Supplies, Office of the Howrah District Controller — http://www.howrahzilaparishad.in


আরও পড়ুন: IAS Success Story: নিজের বিশ্লেষণ করতে হবে নিজেকেই, ছোট্ট গ্রামের পরিচয় এখন মমতাতেই


আরও পড়ুন: IBPS PO Recruitment 2021: চার হাজারের বেশি পদ খালি, এই যোগ্যতা থাকলেই করুন আবেদন


আরও পড়ুন:  SBI PO Recruitment 2021: প্রচুর পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক, ২৫ অক্টোবর আবেদনের শেষ তারিখ


Education Loan Information:

Calculate Education Loan EMI