University Grant Commission: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসির সিদ্ধান্ত অনুসারে এবার আগামী ৫ বছরের মধ্যে দেশের পড়ুয়াদের সুবিধার্থে তৈরি হবে ২২ হাজার বই। গতকাল মঙ্গলবারই এই সংক্রান্ত একটি নতুন প্রজেক্ট চালু করেছে ইউজিসি আর এই প্রজেক্টের অধীনেই দেশের মোট ২২টি আঞ্চলিক ভাষায় প্রচুর বই তৈরি করা হবে যাতে ঐ সমস্ত ভাষাভাষী ছাত্র-ছাত্রীরা তাদের পড়াশোনার জন্য সমস্ত রসদ মাতৃভাষায় পেতে পারে। কী করা হবে এই প্রজেক্টের অধীনে ?


এই প্রজেক্টের নাম দেওয়া হয়েছে 'প্রজেক্ট অস্মিতা' (Project ASMITA) অর্থাৎ যার পুরো নাম Augmenting Study Materials in Indian Languages through Translation and Academic Writing। উচ্চ শিক্ষা মন্ত্রকের সচিব সঞ্জয় মূর্তি এই প্রকল্পটির উদ্বোধন করেন। মূলত ভারতীয় ভাষা সমিতি এবং ইউজিসির একটি যৌথ উদ্যোগ হতে চলেছে এই প্রকল্পটি। ভারতের শিক্ষাব্যবস্থায় ভারতীয় ভাষাসমূহকে সামনের সারিতে নিয়ে আসার জন্য কাজ করে থাকে এই ভারতীয় ভাষা সমিতি সংস্থা। ইউজিসির সঙ্গে যঊথ উদ্যোগে এবার এই প্রকল্পে কাজ করবে এই সমিতি।


উচ্চশিক্ষার ক্ষেত্রে সমস্ত ভারতীয় ভাষায় বিভিন্ন ডিসিপ্লিনের মৌলিক বই লেখা এবং তাঁর অনুবাদের কাজ করবে এই প্রকল্প। একটা জোরদার ইকোসিস্টেম তৈরি করা হবে এর মাধ্যমে। ইউজিসি ভেবেছে আগামী ৫ বছরের মধ্যে ২২টি ভারতীয় ভাষার প্রতিটিতে এক হাজার বই প্রকাশ করার বিষয়ে অর্থাৎ ৫ বছরে মোট ২২ হাজার বই প্রকাশ করবে এই প্রকল্প। এমনটাই গতকাল জানিয়েছেন ইউজিসির চেয়ারম্যান জগদীশ কুমার।


এই প্রকল্প পরিচালনা করার জন্য মোট ১৩টি নোডাল বিশ্ববিদ্যালয়কে চিহ্নিত করা হয়েছে। বিভিন্ন এলাকার বিশ্ববিদ্যালয়ের সদস্যরাও এই কাজে যুক্ত থাকবেন। ইতিমধ্যেই ইউজিসি প্রতিটি ভাষায় বই লেখার জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) তৈরি করেছে। এর মধ্যে রয়েছে নোডাল অফিসার চিহ্নিতকরণ, লেখক নির্বাচন, বইয়ের নামকরণ, বইয়ের বিষয় নির্বাচন, আনুষ্ঠানিক প্রকাশ, বই লিখন ও সম্পাদনা, পাণ্ডুলিপি জমা, বই পর্যালোচনা, প্লেজিয়ারিজম যাচাই করা ইত্যাদি কাজ করা হবে এই প্রকল্পের অধীনে। এর সঙ্গে করা হবে বইয়ের প্রুফ রিডিং, ডিজাইন এবং ই-পাবলিকেশন। এমনটাই জানিয়েছেন জগদীশ কুমার।


এর পাশাপাশি শিক্ষা মন্ত্রক তৈরি করেছে 'বহুভাষা শব্দকোশ' যেখানে ভারতের সমস্ত ভাষার পারস্পরিক অর্থ উল্লিখিত থাকবে। অর্থাৎ গুজরাতি কোনও শব্দের অর্থ জানা যাবে হিন্দি বা অসমিয়াতেও। ভারতীয় ভাষা সমিতির সহায়তায় এবং যৌথ উদ্যোগে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গোয়েজ এই উদ্যোগ পরিচালনা করবে।  


আরও পড়ুন: Success Story: IIT-তে পড়াশোনা, ৮৪ লাখের চাকরি ছেড়ে কাপড় ধোয়া শুরু- কীভাবে ১০০ কোটির সংস্থা গড়লেন অনুরভ ?


Education Loan Information:

Calculate Education Loan EMI