নয়াদিল্লি: আগামী ৬ অক্টোবর থেকে UGC NET 2021 পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি(NTA)। পরীক্ষা চলবে ১১ অক্টোবর পর্যন্ত। নতুন করে পরীক্ষার বিষয়ে শুরু হয়েছে রেজিস্ট্রেশন।


ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফ জানানো হয়েছে, ইতিমধ্যেই পরীক্ষার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে তারা। UGC NET 2021 পরীক্ষায় বসতে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ১০ অগাস্ট থেকে পরীক্ষার ফর্ম ফিলআপ করা যাচ্ছে অনলাইনে। আগামী ৫ সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ। রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত এই আবেদন করা যাবে। এই বিষয়ে বিস্তারিত জানতে https://ugcnet.nta.nic.in, www.nta.ac.in-এ লগ ইন করতে হবে। পরীক্ষার্থীদের আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে জমা দিতে হবে পরীক্ষার ফি। এ ক্ষেত্রেও ফি জমা দিতে হবে রাত ১১টা ৫০-এর মধ্যে।


পরীক্ষার্থীদের ফর্ম ফিলআপে কোনও ভুল হয়ে থাকলে তা ঠিক করার সুযোগ দিচ্ছে (NTA)। এই সংশোধনের জন্য ৭-১২ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনকারীদের সুযোগ দেওয়া হবে। পরীক্ষার অ্যাডমিট কার্ডের বিষয়ে জানতে ন্যাশনাল টেস্টিং এজেন্সির অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে। আগামী দিনে ওয়েবসাইটেই হল টিকিটের বিষয়ে জানিয়ে দেওয়া হবে। 


UGC NET 2021 পরীক্ষার সময় 


প্রথম শিফট- সকাল ৯টা থেকে ১২টা
দ্বিতীয় শিফট-দুপুর ৩টে থেকে সন্ধ্যে ৬টা
Website- ugcnet.nta.nic.in, www.nta.ac.in


দেশের সাম্প্রতিক অতীত বলছে, কোভিডের জেরে বহু পরীক্ষা পিছিয়ে দিতে হয় সরকারকে। ২০২০ সালের ডিসেম্বরে UGC-NET হওয়ার কথা থাকলেও তা স্থগিত করে দেয় এনটিএ। একই কারণে পিছিয়ে যায় জুনের ইউজিসি নেট পরীক্ষা। বর্তমানে এই পরীক্ষাগুলি ফের নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। CBT মোডে ডিসেম্বর ২০২০ ও জুন ২০২১ সালের পরীক্ষা একসঙ্গে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে (NTA)। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (UGC)-র সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। সেই কারণে নতুন আবেদনকারীদের জন্য প্র্রক্রিয়া ফের শুরু করা হয়েছে। এই বিষয়ে আরও আপডেট পেতে NTA অফিশিয়াল ওয়েবসাইট দেখতে হবে।


Education Loan Information:

Calculate Education Loan EMI