UGC NET 2024 Schedule: ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ ইউজিসি নেট ২০২৪-এর দিন ঘোষণা করল NTA। আগামী ১৮ জুন সারা দেশ জুড়ে আয়োজিত হবে এই ইউজিসি নেট ২০২৪। মূলত দুটি শিফটে আয়োজিত হবে এই পরীক্ষা (UGC NET 2024 Schedule)। প্রথম শিফট হবে সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ১২.৩০ টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট হবে বেলা ৩টে থেকে বিকেল ৬টা পর্যন্ত।


এই বছর সারা দেশেই পেন পেপার মোড অর্থাৎ ওএমআর শিটে আয়োজিত হবে এই পরীক্ষা। মোট ৮৩টি বিষয়ের উপর পরীক্ষা হবে ইউজিসি নেটে (UGC NET 2024 Schedule)। এতদিন পর্যন্ত সিবিটি মোডে অর্থাৎ কম্পিউটার বেসড পদ্ধতিতেই পরীক্ষা হত ইউজিসি নেট, এবার থেকে ফের চালু হল পুরনো ওএমআর পদ্ধতি। NTA-র অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই এই পরীক্ষার বিস্তারিত শিডিউল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। তবে এখনও পর্যন্ত পরীক্ষার সিটি স্লিপ বা ইন্টিমেশন স্লিপ প্রকাশ্যে আসেনি। জানা গিয়েছে পরীক্ষার ঠিক ১০ দিন আগে NTA-র অফিসিয়াল ওয়েবসাইটে এই সিটি ইন্টিমেশন স্লিপ পাওয়া যাবে। এর মাধ্যমেই পরীক্ষার্থীরা জানতে পারবেন তাদের পরীক্ষার সিট ঠিক কোথায় পড়েছে।


মূলত জুনিয়র রিসার্চ ফেলোশিপ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং পিএইচডিতে ভর্তির জন্য এই ইউজিসি নেট আয়োজিত হয় সারা দেশে। গত বছর পর্যন্ত ইউজিসি নেটে উত্তীর্ণ হলে পিএইচডিতে আবেদন করার যোগ্যতা পাওয়া যেত ঠিকই, কিন্তু বিভিন্ন কলেজে (UGC NET 2024 Schedule) আলাদা ভাবে আরও একটি নির্বাচনী পরীক্ষা দিতে হত। এবার থেকে ইউজিসির অনুমতিক্রমে যে কোনও পরীক্ষার্থী ইউজিসি নেট উত্তীর্ণ হলে সরাসরি পিএইচডির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।


২০১৮ সালের ডিসেম্বর মাস থেকে সিবিটি মোডে পরীক্ষা হচ্ছিল ইউজিসি নেটের। বছর মোট দু-বার আয়োজন করা হয় এই পরীক্ষা, একবার জুন মাসে এবং অন্যবার ডিসেম্বর মাসে। জুনিয়র রিসার্চ ফেলোশিপ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপের জন্য নির্বাচিত হতে গেলে এই পরীক্ষার পেপার ১ ও পেপার ২ দুই ক্ষেত্রেই যথোপযুক্ত কাট অফ নম্বর পেতে হয় পরীক্ষার্থীকে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Higher Secondary Syllabus Change : কবে মিলবে একাদশের, দ্বাদশের ভাষার পাঠ্যবই? ওয়েবসাইটে PDF শেয়ার করছে কাউন্সিল


Education Loan Information:

Calculate Education Loan EMI