UGC NET Schedule: গতকাল ৬ জুন ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে ২০২৫ সালের জুন সার্কলের ইউজিসি নেটের সম্পূর্ণ সময়সূচি (UGC NET 2025) প্রকাশ করা হয়। আর এই সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুসারে আগামী ২৫ জুন থেকে শুরু হবে ইউজিসি নেট। আর এই পরীক্ষা চলবে আগামী ২৯ জুন পর্যন্ত। প্রতিদিন দুটি করে সেশনে (UGC NET Schedule) এই পরীক্ষা নেওয়া হবে।

ইউজিসির ওয়েবসাইটে এখন সম্পূর্ণ বিষয়ভিত্তিক সময়সূচি দেখা যাবে। এর জন্য আপনাকে যেতে হবে ugcnet.nta.ac.in ওয়েবসাইটে। টানা ৫ দিন ধরে চলবে এই কম্পিউটার বেসড পরীক্ষা। দুটি টাইম স্লটে ভাগ করে প্রতিদিন এই পরীক্ষা নেওয়া হবে। প্রথম স্লট চালু হবে সকাল ৯টা থেকে, চলবে ১২টা পর্যন্ত আর দ্বিতীয় স্লটের পরীক্ষা হবে বিকেল ৩টে থেকে ৬টা পর্যন্ত। অর্থাৎ ৩ ঘণ্টার পরীক্ষা হবে এটি।

এই পরীক্ষার সিটি ইন্টিমেশন স্লিপ পরীক্ষার ঠিক ১০ দিন আগেই দেওয়া হবে ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে। আর পরীক্ষার অ্যাডমিট কার্ড বা হল টিকিট দেওয়া হবে নির্ধারিত দিনের ঠিক ২-৩ দিন আগে।

ইউজিসি নেট এই বছর জুন মাসের ২১ তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল। এবং আগের সময়সূচি অনুসারে ২১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত স্থির করা হয়েছিল ইউজিসি নেটের সময়সূচি। আর এখন নতুন সময়সূচিতে এই পরীক্ষা নেওয়া হবে ২৫ জুন থেকে ২৯ জুন ২০২৫-এর মধ্যে। কবে কোন কোন বিষয়ের পরীক্ষা আছে দেখে নিন বিশদে। মোট ৮৫টি বিষয়ে এই ইউজিসি নেট নেওয়া হবে।

দেখুন পুরো সময়সূচি

কীভাবে ডাউনলোড করবেন এই অ্যাডমিট কার্ড

ইউজিসি নেটের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে প্রথমে – ugcnet.nta.ac.in

ওয়েবসাইটের হোমপেজে 'UGC NET June 2025 Admit Card Download' ট্যাবে ক্লিক করতে হবে।

এরপরে সেখানে আপনার আবেদনপত্রের নম্বর, জন্মতারিখ, সিকিউরিটি পিন বসাতে হবে।

নিজের তথ্য দিতে হবে।

এরপরে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তা প্রিন্ট আউট করতে হবে।

ইউজিসি নেট ২০২৫-এর ফর্ম ফিলাপ সংক্রান্ত কোনও সহায়তার জন্য হেল্পডেস্কের নম্বর – ০১১-৪০৭৫৯০০০-তে ফোন করতে হবে প্রার্থীদের। অথবা তাঁকে ইমেল করতে হবে ugcnet@nta.ac.in.

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


Education Loan Information:

Calculate Education Loan EMI