ইউসিজি নেটের ডিরেক্ট লিঙ্ক
ফলাফল: https://ntaresults.nic.in/resultservices/UGCNet-auth-June-2020
এনটিএ গতকাল রেজাল্ট কাম স্কোরকার্ড সহ কাট অফ ও ৮১ বিষযের ফাইনাল আনসার কি ঘোষণা করেছিল।
ন্যাশনাল টেস্টিং এজেন্সি(এনটিএ) ইউজিসি-নেট জুন ২০২০-র পরীক্ষা কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) মোডে ২৪ সেপ্টেম্বর থেকে ১৩ নভেম্বর আয়োজন করেছিল। ১২ টি পরীক্ষার দিনে দৈনিক দুটি পর্যায়ে ৮,৬০,৯৭৬ প্রার্থীর ৮১ বিষয়ের জন্য পরীক্ষা নেওয়া হযেছিল। ৮,৬০,৯৭৬ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষা দিয়েছিলেন ৫,২৬,৭০৭ জন।
ফলাফল জানার পদ্ধতি
প্রথম ধাপ- ইউজিসি নেট-এর অফিসিয়াল ওয়েবসাইট www.ugcnet.nta.nic.in যেতে হবে
দ্বিতীয় ধাপ- হোমপেজে রেজাল্ট ২০২০ পেজ হাইপারলিঙ্কে ক্লিক করতে হবে
তৃতীয় ধাপ-ইউজিসি নেট ২০২০ লগইন পেজ স্ক্রিনে দেখা যাবে
চতুর্থ ধাপ-ইউজিসি নেট ২০২০ অ্যাপ্লিকেশন নম্বর, পরে জন্ম তারিখ ও স্ক্রিনে ক্যাপচা কোড এন্টার করতে হবে।
পঞ্চম ধাপ- সাবমিটে ক্লিক করতে হবে
ষষ্ঠ ধাপ-ইউজিসি রেজাল্ট ও স্কোরকার্ড দেখা যাবে।
সপ্তম ধাপ-সফ্ট কপি ডাউনলোড ও প্রিন্ট করা যাবে।
বলাই বাহুল্য, ইউজিসি নেট জাতীয় স্তরের পরীক্ষা। এই পরীক্ষায় দুটি উদ্দেশ্য সাধিত হয়। প্রথম. কোনও বিশ্ববিদ্যালয়ে পিএইচডি-র জন্য ভর্তিতে সহায়ক। দ্বিতীয়ত, বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে নিযুক্তি জন্য নেট উত্তীর্ণ হওয়া আবশ্যক। নেট উত্তীর্ণ না হলে অধ্যাপনার স্বপ্ন অধরাই থেকে যায়।
এই পরীক্ষার আয়োজন করা হয় এনটিএ-র পক্ষ থেকে। এর আগে এই পরীক্ষার আয়োজন করত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
Education Loan Information:
Calculate Education Loan EMI